নেত্রকোণায় ইয়াবাসহ বিএনপি নেতার ভাই গ্রেফতার
- আপডেট সময় : ১০:৩৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ৪৩ বার পড়া হয়েছে
নেত্রকোণার কলমাকান্দা উপজেলা থেকে ইয়াবাসহ মো. আনিছ মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাতে গুতুরা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আনিছ মিয়া কলমাকান্দা উপজেলার চত্রংপুর গ্রামের মৃত ক্বারী আব্দুল হেকিমের ছেলে এবং কলমাকান্দা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের ছোট ভাই বলে জানা গেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অপু চন্দ্র ভৌমিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। রাত সাড়ে ৯টার দিকে গুতুরা বাজারে জনৈক সাইদুল ইসলামের মনোহারি দোকানের সামনে সন্দেহজনক অবস্থায় থাকা আনিছ মিয়াকে পুলিশ গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই অপু চন্দ্র ভৌমিক বাদী হয়ে কলমাকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
নেত্রকোণা জেলা ডিবি পুলিশের (পশ্চিম) ওসি আরমান আলী বলেন, গ্রেফতারকৃত আনিছ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




















