সিরিজে টিকে থাকতে জয় চাই টাইগারদের
- আপডেট সময় : ১১:০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ৫০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক চ্যানেল। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ১৬ রানে হেরে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচ সিরিজে টিকে থাকতে আজ জয়ের কোনো বিকল্প নেই লিটন দাসের দলের সামনে।
প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে দারুণ পারফরম্যান্স করে। শুরুটা ধীরগতির হলেও শেষ তিন ওভারে ঝড় তোলেন শাই হোপ ও রোভম্যান পাওয়েল। দুজনের ৪৬ বলে ৮৩ রানের জুটিতে ক্যারিবীয়রা ২০ ওভারে তোলে ১৬৫ রান। হোপ ৪৬ ও পাওয়েল ৪৪ রানে অপরাজিত ছিলেন।
জবাবে ব্যাট হাতে ব্যর্থ হয় বাংলাদেশ। ১২ ওভারে ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় টাইগাররা। শেষদিকে তানজিম হাসান সাকিবের ৩৩, নাসুম আহমেদের ২০ ও তাসকিন-মুস্তাফিজের ছোট ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়ে ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয় দল।
অধিনায়ক লিটন দাস বলেন, “আমি মনে করি তারা প্রথম ১০ ওভারে ভালো ব্যাটিং করেছে। উইকেট ধীর ছিল। আমরা যদি শুরুতে উইকেট নিতে পারতাম, তাহলে তারা চাপে পড়ত। শেষ ওভার ছাড়া আমাদের বোলিং ভালো ছিল। ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে।”
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলেন, “যখন পরিকল্পনাগুলো কাজে লাগে, তখন সবকিছু সহজ হয়ে যায়। ছেলেরা প্রথম ম্যাচে সব বিভাগেই ভালো খেলেছে। এমন পারফরম্যান্স দেখে আমি খুশি।”
সিরিজে সমতা ফেরাতে আজ বাংলাদেশ একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে জয়ের ধারা ধরে রাখতে প্রথম ম্যাচের একই একাদশ নিয়েই মাঠে নামতে পারে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত দুই দল ২০টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে-বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচে, ওয়েস্ট ইন্ডিজ ১০টিতে; দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
সম্ভাব্য বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
সম্ভাব্য ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম আগস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, খ্যারি পিয়ের, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলেস, রোমারিও শেফার্ড, র্যামন সিমন্ডস।


























