বর্ণাঢ্য আয়োজনে লোহাগাড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী
- আপডেট সময় : ১১:১৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ৬৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে লোহাগাড়া উপজেলা যুবদল। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক সাবেক ছাত্রনেতা মুসলিম উদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ ইউপি কার্যালয়ের সামনে এসে জড়ো হয়।সেখান থেকে মহাসড়ক হয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করে সড়ক প্রদক্ষিণ করে পুরাতন থানা এলাকা এসে শেষ হয়। বর্ণাঢ্য র্যালিতে উপজেলার যুবদলের বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক সাবেক ছাত্রনেতা মুসলিম উদ্দিন বলেন, আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় আনতে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে উৎখাতে যুবদলের যে ভূমিকা ছিল, তা আমরা ভুলিনি। নির্বাচনের বিষয়ে ষড়যন্ত্র এখনো চলমান রয়েছে, এই ষড়যন্ত্র মোকাবিলায়ও যুবদলকে মাঠে থেকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুবদলের কোন নেতাকর্মীরা টেন্ডার বাজি, চাঁদাবাজি করেনা। তাই আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।




















