ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাইয়া রূপে আসছে ‘দেবদাস’, বুবলী–আজাদ জুটি নিয়ে জাহিদ হোসেনের নতুন আয়োজন কুমিল্লায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন মোরেলগঞ্জে বিষখালী নদীর সেতুর সংযোগ সড়ক ভেঙে যান চলাচল বন্ধ শাল্লায় ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালিত দেশে সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের মূল লক্ষ্য- সেলিমুজ্জামান সেলিম কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়া ছিলেন সকল রাজনৈতিক সংগঠনের অভিন্ন চরিত্র: ইবি উপাচার্য মোরেলগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সেনাবাহিনীর বিরুদ্ধে অপ প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেঃ কর্নেল লুৎফর

দেশজুড়ে পুলিশের ওপর হামলা বাড়ছে, ভাঙছে মনোবল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ৫০ বার পড়া হয়েছে

দেশে রাজনৈতিক পটপরিবর্তনের দেড় বছর পরও পুলিশের ওপর হামলা, হেনস্তা ও আক্রমণের ঘটনা বেড়েই চলেছে। এতে মাঠপর্যায়ের বহু সদস্য এখন দায়িত্ব পালনে অনীহা বোধ করছেন। রাজধানী থেকে বিভাগীয় শহর ও প্রত্যন্ত এলাকায় পুলিশের ওপর একের পর এক হামলার ঘটনায় বাহিনীর ভেতরে উদ্বেগ, আতঙ্ক ও মানসিক চাপ বাড়ছে।

পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে পুলিশের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় ৪৬২টি মামলা হয়েছে। তবে প্রকৃত ঘটনা এর চেয়ে বেশি, কারণ অনেক পুলিশ সদস্য আত্মসম্মানের কথা ভেবে ছোটখাটো হামলার মামলা করেননি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব হামলার পেছনে কখনো ডাকাত বা সন্ত্রাসী চক্র, আবার কখনো রাজনৈতিক সহিংসতায় জড়িত ব্যক্তিরা থাকে। এমনকি সাম্প্রতিক সময়ে অটোরিকশাচালক বা স্থানীয় গোষ্ঠীর হাতেও পুলিশ সদস্যরা হেনস্তার শিকার হয়েছেন। কিছু এলাকায় টহলরত অবস্থায় পুলিশকে লক্ষ্য করে হামলা চালিয়ে শটগান ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটেছে।

বিশেষজ্ঞদের মতে, এসব ঘটনায় পুলিশের মনোবল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা সতর্ক করে বলেন, এই প্রবণতা অব্যাহত থাকলে রাষ্ট্রের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় হামলাকারীদের সাহস বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পুলিশ বাহিনীর ভেতরের সূত্রগুলো আরও জানায়, নিয়মিত ঝুঁকির পাশাপাশি এখন মানসিক চাপ, ক্লান্তি ও হতাশা বাড়ছে। অনেকেই সামাজিক সমালোচনা ও ক্রমবর্ধমান ঝুঁকির কারণে পেশাগত অনুপ্রেরণা হারাচ্ছেন। তাই পুলিশের নিরাপত্তা জোরদার, মানসিক সহায়তা বৃদ্ধি ও মাঠপর্যায়ে আধুনিক সুরক্ষা সরঞ্জাম (যেমন বডিক্যাম, দ্রুত ব্যাকআপ ব্যবস্থা) চালু করার পরামর্শ দিয়েছে তারা।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, “দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ওপর হামলা ও হেনস্তার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ মনোবল অটুট রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। এসব ঘটনার তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

দেশজুড়ে পুলিশের ওপর হামলা বাড়ছে, ভাঙছে মনোবল

আপডেট সময় : ১১:২৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

দেশে রাজনৈতিক পটপরিবর্তনের দেড় বছর পরও পুলিশের ওপর হামলা, হেনস্তা ও আক্রমণের ঘটনা বেড়েই চলেছে। এতে মাঠপর্যায়ের বহু সদস্য এখন দায়িত্ব পালনে অনীহা বোধ করছেন। রাজধানী থেকে বিভাগীয় শহর ও প্রত্যন্ত এলাকায় পুলিশের ওপর একের পর এক হামলার ঘটনায় বাহিনীর ভেতরে উদ্বেগ, আতঙ্ক ও মানসিক চাপ বাড়ছে।

পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে পুলিশের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় ৪৬২টি মামলা হয়েছে। তবে প্রকৃত ঘটনা এর চেয়ে বেশি, কারণ অনেক পুলিশ সদস্য আত্মসম্মানের কথা ভেবে ছোটখাটো হামলার মামলা করেননি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব হামলার পেছনে কখনো ডাকাত বা সন্ত্রাসী চক্র, আবার কখনো রাজনৈতিক সহিংসতায় জড়িত ব্যক্তিরা থাকে। এমনকি সাম্প্রতিক সময়ে অটোরিকশাচালক বা স্থানীয় গোষ্ঠীর হাতেও পুলিশ সদস্যরা হেনস্তার শিকার হয়েছেন। কিছু এলাকায় টহলরত অবস্থায় পুলিশকে লক্ষ্য করে হামলা চালিয়ে শটগান ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটেছে।

বিশেষজ্ঞদের মতে, এসব ঘটনায় পুলিশের মনোবল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা সতর্ক করে বলেন, এই প্রবণতা অব্যাহত থাকলে রাষ্ট্রের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় হামলাকারীদের সাহস বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পুলিশ বাহিনীর ভেতরের সূত্রগুলো আরও জানায়, নিয়মিত ঝুঁকির পাশাপাশি এখন মানসিক চাপ, ক্লান্তি ও হতাশা বাড়ছে। অনেকেই সামাজিক সমালোচনা ও ক্রমবর্ধমান ঝুঁকির কারণে পেশাগত অনুপ্রেরণা হারাচ্ছেন। তাই পুলিশের নিরাপত্তা জোরদার, মানসিক সহায়তা বৃদ্ধি ও মাঠপর্যায়ে আধুনিক সুরক্ষা সরঞ্জাম (যেমন বডিক্যাম, দ্রুত ব্যাকআপ ব্যবস্থা) চালু করার পরামর্শ দিয়েছে তারা।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, “দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ওপর হামলা ও হেনস্তার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ মনোবল অটুট রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। এসব ঘটনার তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”