সংবাদ শিরোনাম ::
ল’ রিপোর্টার্স ফোরামের দিনব্যাপী স্বাস্থ্য সেবা ক্যাম্প
প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ১০:৪৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ৩৩ বার পড়া হয়েছে
সংবিধান, আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সুপ্রিমকোর্ট বারের এনেক্স ভবনের নীচতলায় এলআরএফ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও সুপ্রিমকোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন।
ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় মেডিকেল ক্যাম্পে এলআরএফ সদস্যদের কিডনি পরীক্ষা ও ডাক্তারের পরামর্শ দেওয়া হয়। এসময় হাসপাতালের পক্ষে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মুহ. হাফিজুর রহমান, ডা. শিশির মণ্ডল, এসিস্ট্যান্ট ম্যানেজার এইচ এম দুলাল, আব্দুল কুদ্দুস, মোবারক করিম, অনামিকা রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন এলআরএফের সভাপতি হাসান জাবেদ। অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন।




















