বদলগাছীতে কুকুরের কামড়ে শিশুসহ তিনজন আহত
- আপডেট সময় : ০৯:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (0.87395835, 0.87395835); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 318.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
নওগাঁর বদলগাছীতে অসুস্থ পাগল কুকুরের কামড়ে এক শিশুসহ মোট তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে ৭ টার মধ্যে উপজেলা চত্বরের আশেপাশে ডাকবাংলো মোড় হতে মহিলা কলেজ গেইট মেইন রাস্তা পর্যন্ত প্রায় আধা কিলোমিটারের মধ্যেই এ ঘটনা ঘটে। এমন অযাচিত ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রতক্ষ্যদর্শীরা জানায়, আজ সন্ধায় উপজেলার মডেল মসজিদ সংলগ্ন মা প্রসাধনী দোকানের সামনে স্থানীয় বাসিন্দা রাসেল হোসেনের ছেলে রিয়াদ(৪) খেলা করছিলো। হঠাৎ একটি ঘাঁযুক্ত উন্মাদ প্রকৃতির কুকুর এসে তার পায়ে কামড় বসিয়ে পুনরায় কানে কামড় দিয়ে ধরে রাখে। সাথে সাথে স্থানীয়রা এবং শিশুটির মা এসে শিশুকে উদ্ধার করে। স্থানীয়দের তাড়ায় কুকুরটি পালিয়ে যায়, এবং শিশুটিকে হাসপাতাল নিয়ে যায়। এর কিছুক্ষণ পর হাসপাতাল মোড়ে উপজেলার বারফালা গ্রামের মৃত আলম উদ্দিনের ছেলে বৃদ্ধ কাশেম আলি(৭৮) তার দৈনন্দিন ঔষধ কেনার জন্য হাসপাতালের সামনে ফার্মেসি থেকে ঔষধ নিয়ে ফেরার পথে হাসপাতাল চত্বরের মসজিদ সংলগ্ন স্থানে এলে হঠাৎ আতর্কিতভাবে পিছন থেকে কয়েকটি ঘাউড়া কুকুর দৌড়ে এসে তাকে আক্রমণ করে। তার চলাচলের একমাত্র সম্বল হাতে থাকা লাঠি দিয়ে অনেক চেষ্টা করেও তিনি কোন প্রতিকার করতে না পারায় অবশেষে তার পায়ের হাঁটুর নিজের প্রায় ছয় ইঞ্চি জায়গার মাংস ছিঁড়ে নিয়ে যায় কুকুরের দল। তার ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপর সন্ধা সাড়ে সাতটায় মহিলা কলেজ গেটে পিন্ডিরা গ্রামের নুরল ইসলামের ছেলে আনিছুর রহমান টিউবওয়েলে হাত পা ধোয়ার প্রস্তুতি নিচ্ছে হঠাৎ পিছন থেকে একটি কুকুর তার পায়ে কামড় দেয়। এমন আতঙ্ক জনক খবর দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গোটা উপজেলা জুড়ে। উক্ত ঘটনায় কেউ কেউ উপজেলা প্রসাশনের উদাসীনতাকে দায়ী করছেন। কারণ কয়েকদিন আগেও এই অসুস্থ ঘাউড়া কুকুরের বিষয়ে সচেতন মহল তাদের ফেসবুক ওয়ালে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এবং প্রতিকার চেয়ে অনুরোধ করেছেন বলে জানা যায়। কেউ কেউ পুনরায় আহত ব্যক্তিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে স্থানীয় প্রশাসনের কাছে প্রতিকার চেয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক মৌমিতা জলিল তিনজনকেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার কথা নিশ্চিত করেছেন। হাসপাতালে ভ্যাকসিন না থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। এদিকে ওই এলাকায় এখন চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকে শিশুদের নিয়ে বাহিরে যেতে ভয় পাচ্ছেন। দূর পাল্লার গাড়ী চলাচল ছাড়া রাস্তাঘাটে মানুষের চলাচলও কমে গেছে। স্থানীয় বাসিন্দা নয়ন বলেন, বেশ কিছু দিন ধরে কয়েকটি ঘাউড়া কুকুর উপজেলার বিভিন্ন মোড়ে ঘোরাফেরা করতে দেখা গেছে। কুকুর যে এলাকায় থাকছে দূর্গন্ধ ছড়িয়ে পড়ছে। কুকুরগুলো দেখতে একেবারে ঘাউড়া। সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েও কোন সুফল পাওয়া যায় নি। আর আজকে সন্ধায় শিশুসহ তিন জন কামড় দিয়েছে। স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে বড় আকার ধারণ করতে পারে। বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী বলেন, কয়েকদিন থেকেই অভিযোগ আসছিলো। এই কাজগুলো স্থানীয় প্রশাসনের। আমাদের কাজ হলো যেকোন প্রাণীকে চিকিৎসা দেওয়া, কোন প্রাণীকে ধরা নয়। সুতরাং আমাদের কেউ ধরে এনে দিলে বা জানালে আমি আমার টিম কুকুরকে চিকিৎসা দিবো। যারা এ বিষয়ে আমাকে বলেছে আমি একই কথা বলেছি। উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফারহানা বলেন, কুকুরকে ভ্যাকসিন দেওয়া হেলথ্ এর কাজ না। আমাদের দায়িত্বে পরে না। কুকুরের কামড়ে আহতরা প্রতিরোধের টিকা পায় নি কেন জানতে চাইলে তিনি বলেন, আপাতত আমাদের ষ্টোরে কোন টিকা নেই। কার্যাদেশ পাঠানো আছে, দু এক সপ্তাহের মধ্যে চলে আসবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি মুঠোফোন বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ঘাউড়া কুকুরদের চিকিৎসার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে চলমান থাকবে। যেহেতু কুকুর নিধন প্রাণী কল্যান ২০১৯ আইন অনুযায়ী নিষেধ। তাছাড়া কুকুরগুলো ধরাও বড় ধরনের ঝুকিপূর্ণ কাজ।



















