ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাইয়া রূপে আসছে ‘দেবদাস’, বুবলী–আজাদ জুটি নিয়ে জাহিদ হোসেনের নতুন আয়োজন কুমিল্লায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন মোরেলগঞ্জে বিষখালী নদীর সেতুর সংযোগ সড়ক ভেঙে যান চলাচল বন্ধ শাল্লায় ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালিত দেশে সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের মূল লক্ষ্য- সেলিমুজ্জামান সেলিম কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়া ছিলেন সকল রাজনৈতিক সংগঠনের অভিন্ন চরিত্র: ইবি উপাচার্য মোরেলগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সেনাবাহিনীর বিরুদ্ধে অপ প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেঃ কর্নেল লুৎফর

ফুলবাড়িয়া কলেজের সভাপতি হলেন অবঃ প্রফেসর ডাঃ সাইফুল ইসলাম

মো. সেলিম মিয়া, ফুলবাড়িয়া
  • আপডেট সময় : ১০:১৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / ১১৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবঃ প্রফেসর ডাঃ সাইফুল ইসলাম। তিনি বেগম খালেদা জিয়ার চিকিৎসক টিমের অন্যতম সদস্য হিসেবে সারা দেশে পরিচিত একজন খ্যাতনামা চিকিৎসক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত পত্রে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত হয়। ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ)এর প্রতিশ্রুতি নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) প্রফেসর ডাঃ সাইফুল ইসলাম বলেন,ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ ময়মনসিংহ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমি চাই এই কলেজে শিক্ষার মান আরও উন্নত হোক, শিক্ষার্থীরা যেন সুশিক্ষায় গড়ে ওঠে এবং ফলাফলেও ধারাবাহিক উৎকর্ষ বজায় থাকে।

শিক্ষকদের সহযোগিতা নিয়ে কলেজকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করব। তিনি আরও বলেন,শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের বিষয় নয়, এটি নৈতিকতা, মানবতা ও দায়িত্ববোধের বিকাশ ঘটায়। তাই শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতেই হবে।

ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কলেজের সাবেক গভর্নিং বডির সদস্য আজাহারুল আলম রিপন বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে, ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের সভাপতি হয়েছেন একজন শিক্ষানুরাগী ও নৈতিক ব্যক্তিত্ব। ডাঃ সাইফুল ইসলামের নেতৃত্বে কলেজ নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি। তার মতো অভিজ্ঞ ব্যক্তির নেতৃত্বে শিক্ষা, শৃঙ্খলা ও উন্নয়ন এক নতুন দিগন্ত পাবে।

ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজে নতুন যুগের সূচনা স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও নতুন সভাপতির দায়িত্ব গ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই আশা করছেন, তার নেতৃত্বে কলেজে শিক্ষার পরিবেশ, প্রশাসনিক দক্ষতা এবং ফলাফলের মান আরও উন্নত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়া কলেজের সভাপতি হলেন অবঃ প্রফেসর ডাঃ সাইফুল ইসলাম

আপডেট সময় : ১০:১৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবঃ প্রফেসর ডাঃ সাইফুল ইসলাম। তিনি বেগম খালেদা জিয়ার চিকিৎসক টিমের অন্যতম সদস্য হিসেবে সারা দেশে পরিচিত একজন খ্যাতনামা চিকিৎসক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত পত্রে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত হয়। ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ)এর প্রতিশ্রুতি নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) প্রফেসর ডাঃ সাইফুল ইসলাম বলেন,ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ ময়মনসিংহ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমি চাই এই কলেজে শিক্ষার মান আরও উন্নত হোক, শিক্ষার্থীরা যেন সুশিক্ষায় গড়ে ওঠে এবং ফলাফলেও ধারাবাহিক উৎকর্ষ বজায় থাকে।

শিক্ষকদের সহযোগিতা নিয়ে কলেজকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করব। তিনি আরও বলেন,শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের বিষয় নয়, এটি নৈতিকতা, মানবতা ও দায়িত্ববোধের বিকাশ ঘটায়। তাই শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতেই হবে।

ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কলেজের সাবেক গভর্নিং বডির সদস্য আজাহারুল আলম রিপন বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে, ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের সভাপতি হয়েছেন একজন শিক্ষানুরাগী ও নৈতিক ব্যক্তিত্ব। ডাঃ সাইফুল ইসলামের নেতৃত্বে কলেজ নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি। তার মতো অভিজ্ঞ ব্যক্তির নেতৃত্বে শিক্ষা, শৃঙ্খলা ও উন্নয়ন এক নতুন দিগন্ত পাবে।

ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজে নতুন যুগের সূচনা স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও নতুন সভাপতির দায়িত্ব গ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই আশা করছেন, তার নেতৃত্বে কলেজে শিক্ষার পরিবেশ, প্রশাসনিক দক্ষতা এবং ফলাফলের মান আরও উন্নত হবে।