সংবাদ শিরোনাম ::
কয়রায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য
কয়রা (খুলনা) প্রতিনিধি:
- আপডেট সময় : ০২:৪১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ৫৪৩ বার পড়া হয়েছে
খুলনার কয়রায় আফরিন (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কয়রা থানা পুলিশ। আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ২ নম্বর কয়রা মালীবাড়ি এলাকায় নিজ বাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে। আফরিন ওই এলাকার আছাদুল মালীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে পরিবারের লোকজন আফরিনকে ঘরের পাশে একটি কাঠের খুঁটির সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে পুলিশে খবর দেন।
স্থানীয়রা জানান, আফরিন যে খুঁটিতে দড়ি বেঁধে ঝুলে ছিল, সেটি আফরিনের উচ্চতার চেয়ে নিচু ছিল। ফলে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে রহস্য দেখা দিয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্তের দাবি জানান তারা।
কয়রা থানার ওসি মোতালেব হোসেন বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না যে এটি আত্মহত্যা নাকি হত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি স্পষ্ট হবে।
ট্যাগস :




















