উপকূলীয় এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা আহত গৃহবধূ
- আপডেট সময় : ০৪:৪৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ৫৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে দায়ের কোপে গুরুতর আহত করেছে মাদকাসক্ত এক যুবক। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে জালিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিদানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার কিশোর মইনুর রশিদের সঙ্গে মাদকাসক্ত আইয়াজের বাগবিতণ্ডার জের ধরে রাত ১০টার দিকে আইয়াজ দেশীয় অস্ত্র নিয়ে মইনুরের পিতা ছৈয়দ হোসেনের বাড়িতে হামলা চালায়। স্বামীকে রক্ষা করতে গেলে দায়ের কোপে গুরুতর আহত হন তার স্ত্রী জমিলা আক্তার (৪৫)।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জমিলা আক্তারকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
আহতের ভাই সাংবাদিক মাহবুব আলম মিনার বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এমন হামলা নিন্দনীয়। আইয়াজ একজন পরিচিত মাদকাসক্ত, তার মতোদের কারণে সমাজে অশান্তি বাড়ছে।
হামলাকারী আইয়াজ (২৮) নুরুল আমিন প্রকাশ নুরুর ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উখিয়ায় মাদকাসক্ত যুবকদের সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।




















