কাওরান বাজারে চুরির চেষ্টা নস্যাৎ
আনসার সদস্যদের সাহসিকতায় তিন চোর আটক, ক্যাম্প ইনচার্জ আহত
- আপডেট সময় : ১০:৫৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ৫৫ বার পড়া হয়েছে
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) তারিখ সকাল ৯.৩০ ঘটিকার দিকে রাজধানীর তেজগাঁও থানাধীন কাওরান বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি (কাব্যক্যাশ) সুপার মার্কেটে একটি সংঘবদ্ধ চোরচক্র মূল্যবান সামগ্রী চুরির চেষ্টা চালায়। দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসার সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে চোরচক্রের ০৩ (তিন) সদস্যকে আটক করতে সক্ষম হন। আটককৃত চোরদের কাওরান বাজার পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে এবং ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এই অভিযান পরিচালনা করার সময় ক্যাম্প ইনচার্জ পিসি মোঃ আবুল হোসেন (আইডি নং–৫৫৬৯৬) এক চোরকে আটকের চেষ্টাকালে তৃতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাঁকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে পরীক্ষায় দেখা যায়, তাঁর ডান কাঁধের জয়েন্ট সরে গিয়ে হাড়ে ফ্র্যাকচার হয়েছে এবং মুখের নিচের অংশে গভীর ক্ষতস্থানে নয়টি সেলাই দিতে হয়েছে। কান দিয়ে রক্তপাত হওয়ায় তাঁকে পরবর্তীতে নিউরো সায়েন্স ও ইএনটি হাসপাতালে স্থানান্তর করে পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঘটনার পর ডিএমএ পরিচালক জনাব মোঃ আসাদুজ্জামান গণি আহত আনসার সদস্যকে দেখতে হাসপাতালে যান এবং তাঁর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয় কাওরান বাজারের ঘটনায় দায়িত্বরত আনসার সদস্যদের সাহসিকতা ও পেশাদারিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং আহত পিসি মোঃ আবুল হোসেনের সর্বাত্মক চিকিৎসা সহায়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।




















