উখিয়ায় মসজিদের জাঁকজমকপূর্ণ উদ্বোধন
- আপডেট সময় : ১১:৪৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ১০৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়া উপজেলার সুনামধন্য ও জনবহুল ৩নং হলদিয়া পালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অন্যতম এলাকা ধুরুমখালী উত্তর জনাব আলী পাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা সংস্কার পরবর্তী জাঁকজমকপূর্ণ, মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্বোধনী জুমা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত এ উদ্বোধনী জুমায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ধর্মীয় উৎসবের আবহে মসজিদ প্রাঙ্গণ ছিল ভরপুর। উদ্বোধনী জুমার খুতবা ও দিকনির্দেশনামূলক আলোচনা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল সাহেব। তিনি ইসলামী সমাজব্যবস্থা, মানবিকতা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করে মুসল্লিদের প্রতি তাগিদমূলক বয়ান প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সোলতান মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হলদিয়া পালং ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা আবুল হোছন, ও সেক্রেটারি মাস্টার ছলিম উদ্দিন সাহেব। উপজেলা জামায়াতের বিপ্লবী নেতা জাহাঙ্গীর আলম। তবে ব্যস্ততার কারণে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. ইমরুল কায়েস চৌধুরী উপস্থিত থাকতে পারেননি বলে জানা যায়।
উক্ত উদ্বোধনী জুমার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক জয়নাল আবেদীন, সেক্রেটারি সাইফুল ইসলাম রোহান, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোক্তার আহমেদ। সহযোগিতায় ছিলেন কমিটির সদস্যবৃন্দ, সাইফুল ইসলাম বাবুল, জয়নাল উদ্দিন, শওকত আলি, মোহাম্মদ আলম সওদাগর, কফিল উদ্দিন সওদাগর, মুরব্বি জাগির হোছন, স্থানীয় মুরুব্বি মনু মিয়া প্রকাশ (মনুমিস্ত্রি) ও এলাকার গুনীজন বদিউল আলম প্রমুখ।

অত্র মসজিদের দক্ষ পেশ ইমাম হাফেজ মোহাম্মদ আব্দুল হামিদ ও খতিব মাওলানা রাশেল আবরার ধর্মীয় বয়ান ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানে বরকত আনেন। উপস্থিত ছিলেন জনাব আলী পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ নুর মোহাম্মদ, খতিব মাওলানা ফয়েজ উল্লাহ, গুরামিয়া চৌধুরী গ্যারেজ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রেজাউল করিম আফজল। এছাড়া দাতা সংস্থার প্রতিনিধি আব্দুল্লাহ ভাই, ওসমান ভাইসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা জামাল উদ্দিন, রাহমত উল্লাহ, শামসুল আলম মেম্বার, জসিম উদ্দিন, জামায়াতে ইসলামী নেতা বাচা মিয়া, জামাত নেতা আবদুর রহিম সওদাগর, মুরুব্বি আনজু মিয়া, ড্রাইভার মো: জসিম উদ্দিন, ড্রাইভার আবদুর রহমান গণি, ড্রাইভার মনির আহমদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব অনুষ্ঠানে যোগ দেন।
উপস্থিত সকল মুসল্লি, এলাকাবাসী, সাংবাদিক, দাতা প্রতিনিধি এবং পরিচালনা কমিটির সদস্যদের প্রতি আয়োজক কর্তৃপক্ষ আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জ্ঞাপন করেন।
পুরো অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন তরুণ মেধাবী ছাত্রনেতা সাইফুল ইসলাম রোহান, সেক্রেটারি, মসজিদ পরিচালনা কমিটি, ৮নং ওয়ার্ড, হলদিয়া পালং। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



















