কয়রায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আপডেট সময় : ১০:১৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
কয়রা উপজেলা কাঁকড়া কল্যাণ সমিতির উদ্যোগে চার দলীয় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার স্থানীয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা কাঁকড়া কল্যাণ সমিতির সভাপতি আছাদূল রহমান লিটন এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোতালেব হোসেন অফিসার ইনচার্জ কয়রা থানা,মোতাসিম বিল্লাহ সদস্য সচিব কয়রা উপজেলা সেচ্ছাসেবক দল।উদ্বোধনী খেলায় মিনিস্টার শোরুম কলারোয়া সাতক্ষীরা ৩-০ গোলে পরাজিত করে।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠে। মাঠে স্থানীয় ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ছিল। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং এলাকায় ক্রীড়া চর্চা জোরদার করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

























