চুরির অভিযোগে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ১০:৫৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ৫৭ বার পড়া হয়েছে
রাজধানীর যাত্রাবাড়ীতে এক ব্যক্তিকে চুরির অভিযোগে হাত-পা বেঁধে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মো. আনোয়ার হোসেন বাবু (৪৩)। গত শুক্রবার সকালে যাত্রাবাড়ী কাউন্সিল উত্তর শপিফ পাড়া এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।
পরিবার জানিয়েছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপ¶ের (বিআইডব্লিউটিএ) ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন আনোয়ার। তাকে পরিকল্পিতভাবে ওই গ্যারেজে নিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, এক সহযোগীকে নিয়ে তার চুরি করতে গিয়ে গণপিটুনিতে মারা গেছেন আনোয়ার হোসেন।
নিহতের ভাই মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, মৃধাবাড়ী এলাকার স্থায়ী বাসিন্দা তারা। বাবার নাম মৃত আকবর আলী মিয়া। গতকাল সকালে খবর আসে কে বা কারা আনোয়ারকে মেরে গ্যারেজে ফেলে রেখেছে। পরে মা দিলরুবা আক্তারকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন আনোয়ার হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আনোয়ার জানিয়েছে, ওকে রডের অ্যাঙ্গেল দিয়ে পেটানো হয়েছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেলোয়ার হোসেন আরও বলেন, সকালে নামাজ পড়ে ফেরার পথে পরিকল্পিতভাবে তার ভাইকে ওই গ্যারেজে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার ভাইয়ের সঙ্গে সুমন নামে এক যুবক ছিল। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানান তিনি।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে গেছে পরিবার। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, এক সহযোগীসহ তার চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে মারা গেছেন আনোয়ার। বিষয়টির পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।




















