সংবাদ শিরোনাম ::
মদনে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
রাজিব আহমেদ, মদন
- আপডেট সময় : ০৪:২৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
নেত্রকোনার মদনে মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোস্তফা মিয়া ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। স্থানীয়রা জানান, মোস্তফার ছেলে সাজ্জাদ মিয়া (২৫) দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান।
শনিবার রাতের খাবার শেষে নিজ ঘরে শুয়ে ছিলেন মোস্তফা। এ সময় আকস্মিকভাবে সাজ্জাদ ঘরে ঢুকে লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ জানান, মানসিক ভারসাম্যহীন ছেলের আঘাতে মোস্তফা নামের এক ব্যক্তি মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস :
মদনে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু




















