সংবাদ শিরোনাম ::
বাপ্পিকে দায়িত্ব দেওয়ায় রূপসায় বিএনপির আনন্দ মিছিল
রূপসা প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান এস. এম. মনিরুল হাসান বাপ্পিকে ঘোষণা করায় রূপসা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পূর্ব রূপসাস্থ বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে রূপসা ঘাট এলাকায় সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের নেতারা বক্তব্য দেন। নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নেতৃত্বে দল আরও সুসংগঠিত হচ্ছে এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে প্রচার চালাতে হবে। গত ১ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বাপ্পিকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়।
ট্যাগস :




















