চীন কিছু করলে পরিণতি হবে ভয়াবহ তাইওয়ান ইস্যুতে ট্রাম্প
- আপডেট সময় : ১১:০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ৪২ বার পড়া হয়েছে
তাইওয়ানকে ঘিরে চীন কোনো ধরনের পদক্ষেপ নেবে না, কারণ তারা এর ভয়াবহ পরিণতি জানে, এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার প্রেসিডেন্ট থাকাকালে এ বিষয়ে কিছু করবে না বলে বেইজিংয়ের কর্মকর্তারা তাকে আশ্বস্ত করেছেন।
ট্রাম্প জানান, দক্ষিণ কোরিয়া সফরের সময় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তাইওয়ান প্রসঙ্গ ওঠেনি। তবে শি এ বিষয়টি ভালোভাবে বোঝেন বলেও মন্তব্য করেন তিনি।
চীন যদি তাইওয়ানে হামলা চালায়, যুক্তরাষ্ট্র সেনা পাঠাবে কিনা এই প্রশ্নে তিনি সরাসরি উত্তর দেননি। বলেন, যদি কিছু ঘটে, তখন জানতে পারবেন। আর শি জিনপিংও উত্তরটা জানেন।
তাইওয়ান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনার কেন্দ্রবিন্দু। বেইজিং অঞ্চলটিকে বিচ্ছিন্ন প্রদেশ মনে করলেও, তাইওয়ান নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে। অন্যদিকে ‘তাইওয়ান রিলেশনস অ্যাক্ট’ ও ‘সিক্স অ্যাস্যুরেন্সেস’-এর আওতায় তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র।


























