বেলে মাতোয়ারা উখিয়ার গ্রাম, গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে আফ্রিকার ফল
- আপডেট সময় : ০১:১৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ৫২ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া তুলাতলী পূর্বকুল পাড়া এখন যেন কৃষি সম্ভাবনার নতুন দিগন্ত। বাদশার বাড়ির উঠানে চোখে পড়ে আফ্রিকার বিরল প্রজাতির এক ফল “ভেলি বেল” যার থোকায় থোকায় ফল এখন সবার দৃষ্টি কেড়েছে।
চার বছর আগে কৃষিপ্রেমী বাদশা গাজীপুর কৃষি ইনস্টিটিউট থেকে আনা ভেলি বেলের চারা রোপণ করেন কৌতূহলবশত। আজ সেই গাছগুলো ফলভারে নুয়ে পড়েছে, আর আশপাশের গ্রামজুড়ে শুরু হয়েছে আলোচনা।
স্থানীয় কৃষক আবদুল গফুর বলেন, এই ফলটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। যত্নও কম লাগে। আগামী মৌসুমে আমি আরও কয়েকটি গাছ লাগানোর প্রস্তুতি নিচ্ছি।
উখিয়া উপজেলা কৃষি অফিস বলছে, আফ্রিকার এই প্রজাতি বাংলাদেশের আবহাওয়ায় দারুণভাবে মানিয়ে নিয়েছে। সঠিক পরিচর্যা ও বিপণন ব্যবস্থা নিশ্চিত করা গেলে এটি অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করতে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ভেলি বেল থেকে জুস, জ্যাম, পায়েসসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি সম্ভব। এমনকি এর কিছু ঔষধি গুণও রয়েছে। এটি ভবিষ্যতে বাণিজ্যিক ফসল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ভালুকিয়া তুলাতলীর মানুষ এখন এই ফল নিয়ে উৎসাহিত। কেউ গাছের চারা সংগ্রহ করছেন, কেউ নতুনভাবে চাষ শুরু করছেন। স্থানীয় যুবক জসিম উদ্দিন বলেন, আমাদের গ্রাম এখন ভেলি বেলের গ্রাম নামে পরিচিত হচ্ছে। এটা আমাদের গর্ব।
এই সাফল্যের গল্প এখন উখিয়ার সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ছে পার্শ্ববর্তী এলাকায়ও। কৃষিবিদরা বলছেন, এই ধরনের উদ্যোগই গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে পারে।
উদ্যম, পরিশ্রম ও উদ্ভাবনী চিন্তার ফসল এই ভেলি বেল আজ উখিয়ার মাটিতে নতুন সম্ভাবনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে- প্রমাণ করছে, ইচ্ছা থাকলে অসম্ভব কিছুই নয়।




















