ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাইয়া রূপে আসছে ‘দেবদাস’, বুবলী–আজাদ জুটি নিয়ে জাহিদ হোসেনের নতুন আয়োজন কুমিল্লায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন মোরেলগঞ্জে বিষখালী নদীর সেতুর সংযোগ সড়ক ভেঙে যান চলাচল বন্ধ শাল্লায় ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালিত দেশে সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের মূল লক্ষ্য- সেলিমুজ্জামান সেলিম কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়া ছিলেন সকল রাজনৈতিক সংগঠনের অভিন্ন চরিত্র: ইবি উপাচার্য মোরেলগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সেনাবাহিনীর বিরুদ্ধে অপ প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেঃ কর্নেল লুৎফর

চট্টগ্রামে কবিরাজের নামে প্রতারণা: ‘ফু’ দিয়ে রোগ সারান, হাতিয়ে নেন লাখ টাকা

দেলোয়ার হোসেন রশিদী, চট্টগ্রাম দক্ষিণ
  • আপডেট সময় : ০৫:২৮:২১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ২৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে ‘কবিরাজ’ পরিচয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শাহ নেওয়াজ বৈদ্যের (প্রকৃত নাম আব্দুল গফুর) বিরুদ্ধে। সাত বছর আগেও দিনমজুর হিসেবে কাজ করা এই ব্যক্তি এখন বৈদ্যবৃত্তি করে বিলাসবহুল বাড়ি, গরুর খামার, ট্রাক্টর ও ব্যাংক ব্যালেন্সের মালিক হয়েছেন।

শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, শাহ নেওয়াজ বৈদ্যের বাড়িতে চিকিৎসার নামে মানুষের ভিড়। কয়েকজন দালাল রোগীদের সমস্যার কথা শুনে ‘সমাধানের আশ্বাসে’ দরকষাকষি করছেন। বৈদ্য নিজে রোগীদের সামনে ‘ফু’ দিচ্ছেন, আর অনুসারীরা টাকাগুলো গুছিয়ে নিচ্ছেন। স্থানীয়রা জানান, তাঁর চার-পাঁচজন সক্রিয় দালালের নেটওয়ার্ক রয়েছে, যারা সহজ-সরল মানুষকে ফাঁদে ফেলছেন।

চকরিয়া থেকে আসা ববিতা বড়ুয়া নামে এক নারী জানান, দাম্পত্য সমস্যার সমাধানে তিনি আটবার চিকিৎসা নিয়েছেন ও ২৫ হাজার টাকা দিয়েছেন—তবুও ফল পাননি। এখন আবারও ২৫ হাজার টাকা দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তাহে দুই দিন ‘জ্বীনের হাট’ বসিয়ে তিনি প্রতারণার নতুন ফাঁদ পাতেন, যেখানে রোগীপ্রতি ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নেওয়া হচ্ছে, প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে কবিরাজের নামে প্রতারণা: ‘ফু’ দিয়ে রোগ সারান, হাতিয়ে নেন লাখ টাকা

আপডেট সময় : ০৫:২৮:২১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে ‘কবিরাজ’ পরিচয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শাহ নেওয়াজ বৈদ্যের (প্রকৃত নাম আব্দুল গফুর) বিরুদ্ধে। সাত বছর আগেও দিনমজুর হিসেবে কাজ করা এই ব্যক্তি এখন বৈদ্যবৃত্তি করে বিলাসবহুল বাড়ি, গরুর খামার, ট্রাক্টর ও ব্যাংক ব্যালেন্সের মালিক হয়েছেন।

শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, শাহ নেওয়াজ বৈদ্যের বাড়িতে চিকিৎসার নামে মানুষের ভিড়। কয়েকজন দালাল রোগীদের সমস্যার কথা শুনে ‘সমাধানের আশ্বাসে’ দরকষাকষি করছেন। বৈদ্য নিজে রোগীদের সামনে ‘ফু’ দিচ্ছেন, আর অনুসারীরা টাকাগুলো গুছিয়ে নিচ্ছেন। স্থানীয়রা জানান, তাঁর চার-পাঁচজন সক্রিয় দালালের নেটওয়ার্ক রয়েছে, যারা সহজ-সরল মানুষকে ফাঁদে ফেলছেন।

চকরিয়া থেকে আসা ববিতা বড়ুয়া নামে এক নারী জানান, দাম্পত্য সমস্যার সমাধানে তিনি আটবার চিকিৎসা নিয়েছেন ও ২৫ হাজার টাকা দিয়েছেন—তবুও ফল পাননি। এখন আবারও ২৫ হাজার টাকা দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তাহে দুই দিন ‘জ্বীনের হাট’ বসিয়ে তিনি প্রতারণার নতুন ফাঁদ পাতেন, যেখানে রোগীপ্রতি ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নেওয়া হচ্ছে, প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”