শৃংখলা ভঙ্গের অভিযোগে বাগমারা প্রেসক্লাব সদস্য আবু বাক্কার সুজন বহিস্কার
- আপডেট সময় : ০৯:৩৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
রাজশাহীর বাগমারা প্রেস ক্লাবের সদস্য আবু বাক্কার সুজনকে বহিস্কার করা হয়েছে। গতকাল সোমবার (৩ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবের এক জরুরী সভায় বহিস্কারের সিদ্ধান্ত নেয় ক্লাবের সদস্য বৃন্দরা।চলতি বছরের ৫ অক্টোবর আবু বাক্কার সুজনের বিরুদ্ধে শৃংখলা ভঙ্গের অভিযোগ উঠে।
বিষয়টি বাগমারা প্রেস ক্লাবের নজরে আসার পর গত ১১ অক্টোবর জরুরী সভার আয়োজন করেন সভাপতি, সাধারন সম্পাদক। সভায় সকল সদস্যদের উপস্থিতিতে তার সদস্য পদ তিন মাসের জন্য অস্থায়ী ভাবে স্থগিত করে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। তিনি নোটিশের জবাব না দিয়ে নিজের সমস্যার কারন দেখিয়ে বাগমারা প্রেস ক্লাবের গ্রুপে একটি পদত্যাগ পত্র জমা দেন।
তিনি নিজের দোষ ঢাকার জন্য কিছু নিজের তৈরী করা অনলাইন র্পোটাল খুলে সংবাদ কর্মী নিয়োগ দিয়ে নিজেই সভাপতি হয়ে বাগমারা উপজেলা প্রেস ক্লাব নামের একটি ক্লাব তৈরী করে বিভিন্ন সংবাদ পত্রে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করছেন। তিনি বাগমারায় সংবাদকর্মীদের মধ্যে গ্রুপিং ও বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের অপকর্ম করে সাংবাদিকদের সম্মান হানির জন্য প্রেস ক্লাবের সদস্য বৃন্দরা তাকে বাগমারা প্রেস ক্লাব থেকে বহিস্কার করেন।
তার অপকর্ম দায় থেকে মুক্তির জন্য প্রেস ক্লাবের সদস্য বৃন্দরা একমত হয়ে তাকে বাগমারা প্রেস ক্লাব থেকে বহিস্কার করেন। অদ্য থেকে আবু বাক্কার সুজন বাগমারা প্রেস ক্লাবের সদস্য নয়। তার সাথে বাগমারা প্রেস ক্লাবের কোন সংশ্লিষ্টতা নেই। কোন ব্যক্তি যদি আবু বাক্কার সুজনের সাথে বাগমারা প্রেস ক্লাব বিষয়ে কোন বিষয় নিয়ে কাজ করেন, তাহলে বাগমারা প্রেস ক্লাব তার কাজ কর্মের জন্য দায়ী থাকবে না জানিয়েছেন প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ ও সাধারন সম্পাদক হেলাল উদ্দীন।
এছাড়াও প্রেস ক্লাবের একই নাম ব্যবহারের জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় উপস্থিত ছিলেন, নূর কুতুবুল আলম,শামীম রেজা,আকবর আলী,আব্দুল মতিন,আনোয়ার হোসেন,মমিনুল হক সবুজ, নাজিম হাসান, আফাজ্জল হোসেন, ইউসুফ আলী সরকার, আলতাফ হোসেন, মাহফুজুর রহমান প্রিন্স, জিল্লুর রহমান দুখু, মোবারক হোসেন, মাহাবুর রহমান, আলমগীর হোসেন, ফারুক আহমেদ প্রমুখ।




















