ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাইয়া রূপে আসছে ‘দেবদাস’, বুবলী–আজাদ জুটি নিয়ে জাহিদ হোসেনের নতুন আয়োজন কুমিল্লায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন মোরেলগঞ্জে বিষখালী নদীর সেতুর সংযোগ সড়ক ভেঙে যান চলাচল বন্ধ শাল্লায় ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালিত দেশে সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের মূল লক্ষ্য- সেলিমুজ্জামান সেলিম কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়া ছিলেন সকল রাজনৈতিক সংগঠনের অভিন্ন চরিত্র: ইবি উপাচার্য মোরেলগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সেনাবাহিনীর বিরুদ্ধে অপ প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেঃ কর্নেল লুৎফর

কুলিয়ারচরে ভুয়া দলিল সৃষ্টি করে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক,কিশোরগঞ্জ
  • আপডেট সময় : ১০:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ১৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ভুয়া দলিল সৃষ্টি করে এক নিরীহ ব্যক্তির বাড়ি দখলের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ছয়সুতী গ্রামের বাসিন্দা আঃ কুদ্দুছ ও তার ছেলে-মেয়ে।

সোমবার (৩ নভেম্বর, ২০২৫) বিকেলে উপজেলার ছয়সুতী গ্রামের আঃ কুদ্দুছ মাধবদী গ্রামে এক আত্মীয়ের বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে কুলিয়ারচর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আঃ কুদ্দুছ অভিযোগ করেন, একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে তার বাড়িঘর দখলের ষড়যন্ত্র করে আসছে। ইতোমধ্যে তিনি ছয়সুতী মৌজার জমির প্রায় ১০ শতাংশ জায়গা জবরদখল করে নিয়েছেন এবং বর্তমানে বাড়ির আরও ২৮ শতাংশ জায়গা দখলের চেষ্টা চালাচ্ছেন।

তিনি আরও জানান, এ বিষয়ে ইতোমধ্যে আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু মোহাম্মদ আলী মামলা তুলে নিতে তাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। নিজের ও পরিবারের নিরাপত্তাহীনতার কারণে তিনি বাধ্য হয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ।

আঃ কুদ্দুছ বলেন, আমি একজন সাধারণ মানুষ। আমার বাড়িটি এখন ভুয়া দলিলের ফাঁদে ফেলে দখল করার পায়তারা করছে মোহাম্মদ আলী। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা কামনা করছি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। ভুক্তভোগী আঃ কুদ্দুছ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তার দখলকৃত সম্পত্তি উদ্ধারের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

কুলিয়ারচরে ভুয়া দলিল সৃষ্টি করে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ভুয়া দলিল সৃষ্টি করে এক নিরীহ ব্যক্তির বাড়ি দখলের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ছয়সুতী গ্রামের বাসিন্দা আঃ কুদ্দুছ ও তার ছেলে-মেয়ে।

সোমবার (৩ নভেম্বর, ২০২৫) বিকেলে উপজেলার ছয়সুতী গ্রামের আঃ কুদ্দুছ মাধবদী গ্রামে এক আত্মীয়ের বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে কুলিয়ারচর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আঃ কুদ্দুছ অভিযোগ করেন, একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে তার বাড়িঘর দখলের ষড়যন্ত্র করে আসছে। ইতোমধ্যে তিনি ছয়সুতী মৌজার জমির প্রায় ১০ শতাংশ জায়গা জবরদখল করে নিয়েছেন এবং বর্তমানে বাড়ির আরও ২৮ শতাংশ জায়গা দখলের চেষ্টা চালাচ্ছেন।

তিনি আরও জানান, এ বিষয়ে ইতোমধ্যে আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু মোহাম্মদ আলী মামলা তুলে নিতে তাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। নিজের ও পরিবারের নিরাপত্তাহীনতার কারণে তিনি বাধ্য হয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ।

আঃ কুদ্দুছ বলেন, আমি একজন সাধারণ মানুষ। আমার বাড়িটি এখন ভুয়া দলিলের ফাঁদে ফেলে দখল করার পায়তারা করছে মোহাম্মদ আলী। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা কামনা করছি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। ভুক্তভোগী আঃ কুদ্দুছ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তার দখলকৃত সম্পত্তি উদ্ধারের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।