নেত্রকোণা-৫ আসনে ধানের শীষের প্রাথমিক মনোনয়ন পেলেন ৫ প্রার্থী
- আপডেট সময় : ১০:৪৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণা-৫ আসনে ধানের শীঁষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৫ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্ত করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়েছে।
মনোনয়ন পেলেন-নেত্রকোণা (১) আসনে ব্যারিস্টার কায়সার কামাল,নেত্রকোণা (২) ডা. আনোয়ারুল হক, নেত্রকোণা (৩) ড. রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোণা (৪) লুৎফুজ্জামান বাবর,ও নেত্রকোণা (৫) আবু তাহের তালুকদার। এ মনোনয়ন তালিকা প্রকাশের পর এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।
নেত্রকোণা-৫টি আসনে দীর্ঘদিন ধরেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। ফলে চূড়ান্ত প্রার্থী মনোনয়নকে ঘিরে স্থানীয় কর্মী-সমর্থকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
দলীয় সূত্র জানায়, যোগ্যতা, সাংগঠনিক ভূমিকা, জনসম্পৃক্ততা ও জনপ্রিয়তা যাচাই করেই এ প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বহুল আলোচিত এই আসনে ধানের শীঁষের চূড়ান্ত প্রার্থী ঘোষণা নির্বাচনী মাঠের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















