ময়মনসিংহ-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন জাকির হোসেন বাবলু
- আপডেট সময় : ১১:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ৩৫ বার পড়া হয়েছে
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে। এর অংশ হিসেবে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু।
দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের একাধিক সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় দপ্তরে একাধিক ধাপের যাচাই-বাছাই শেষে তাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মুক্তাগাছা ও দক্ষিণ ময়মনসিংহে বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যক্রমে সক্রিয় নেতৃত্ব দিয়ে আসছেন।
রাজনীতিতে জড়িত হওয়ার শুরু থেকেই তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, তৃণমূল সংগঠন পুনর্গঠন ও দলে নতুন প্রজন্মকে যুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
দলের স্থানীয় নেতারা জানান, তার প্রার্থিতা ঘোষণার পর থেকেই মুক্তাগাছা ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই এটিকে “সংগঠনের দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি” হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা—এই তিনটি কারণেই জাকির হোসেন বাবলুকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ময়মনসিংহ-৫ আসনে বিএনপি গত কয়েকটি নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছে। এবারও দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর মাঠে নেমে সক্রিয় ভূমিকা রাখার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।




















