মনোনয়ন বঞ্চিত নেতার সমর্থকদের বিক্ষোভে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিমি যানজট
- আপডেট সময় : ১১:৪৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ৪৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে দলীয় মনোনয়ন না দেওয়ায় তার সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আসনটিতে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা কাজী সালাহউদ্দিন।
সোমবার সন্ধ্যায় মনোনয়ন ঘোষণার পর থেকেই ভাটিয়ারি, জলিল টেক্সটাইল গেইট, মাদাম বিবিরহাট, পৌরসদর ও জোড় আমতলাসহ অন্তত পাঁচ স্থানে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দিলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের মতে, বিক্ষুব্ধরা ২০–২৫টি যানবাহন ভাঙচুর করে। এতে মহাসড়কের দুই প্রান্তে প্রায় ৪০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বলেন, “আসলাম চৌধুরী একজন দীর্ঘদিনের পরীক্ষিত নেতা। তার মতো ব্যক্তিকে মনোনয়ন না দেওয়ায় কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।”
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন জানান, রাত সাড়ে ৯টা পর্যন্তও বিভিন্ন স্থানে ব্যারিকেড থাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
এদিকে অস্থিতিশীল পরিস্থিতির কারণে নাসিরাবাদ ও চট্টলা এক্সপ্রেস ট্রেন দুটি সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে আটকে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে পুলিশের এসআই আশরাফ সিদ্দিকী জানান, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ট্রেনদুটি সাময়িকভাবে স্টেশনে রাখা হয়েছে।























