গোয়ালন্দে আইন–শৃঙ্খলার অবনতি, সহকারী কমিশনার (ভূমি)-এর সরকারি বাসভবনে চুরি
- আপডেট সময় : ১২:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ৫৫ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে সম্প্রতি চুরি–ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। সর্বশেষ চাঞ্চল্যকর ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের সরকারি বাসভবনে চুরি হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টা থেকে সাড়ে ১টার মধ্যে উপজেলার সরকারি কোয়ার্টার এলাকায়। জানা যায়, ওই সময় সহকারী কমিশনার (ভূমি) অফিসের সরকারি কাজে বাইরে এক অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন। এই ফাঁকে অজ্ঞাত চোরেরা বাসায় প্রবেশ করে আলমারি ও বিভিন্ন কক্ষ তছনছ করে মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনার খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পরিকল্পিত চুরি। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযুক্তদের শনাক্তে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান বলেন, আমি অফিসের কাজে বাইরে ছিলাম। হঠাৎ বাড়ির দারোয়ান ফোনে জানায়, ঘরের তালা ভাঙা এবং কিছু সামগ্রী নিখোঁজ। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে, আশা করছি দ্রুতই অপরাধীরা ধরা পড়বে।
এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনার পর এবার সরকারি কর্মকর্তার বাসভবনে চুরি হওয়ায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।




















