ময়মনসিংহ-৮: ঈশ্বরগঞ্জ আসনে বিএনপির নতুন মুখ ইঞ্জিনিয়ার মাজেদ বাবু
- আপডেট সময় : ০৩:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ১০১ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহহেল মাজেদ বাবু। সোমবার (৩ই নভেম্বর) কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে, যা স্থানীয় রাজনীতিতে নতুন আলো ছড়িয়ে দিয়েছে।
দীর্ঘদিন ধরে তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তৃণমূল পর্যায়ে দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার কারণে তিনি স্থানীয় নেতা ও সাধারণ মানুষের কাছে পরিচিত মুখ। শিক্ষিত, উদ্যমী ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে মাজেদ বাবুকে দলের নতুন শক্তি হিসেবে অভিহিত করা হচ্ছে।
মনোনয়ন পাওয়ার পর ইঞ্জিনিয়ার মাজেদ বাবু ফেসবুক পোস্টে জানান,মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঈশ্বরগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
গত সতেরো বছর ধরে আমরা সবাই বিভিন্নভাবে নির্যাতিত ও বঞ্চিত হয়েছি, তবু লক্ষ্য ও আদর্শ এক- ঈশ্বরগঞ্জকে শিক্ষিত ও উন্নত করার। এজন্য আমরা একতা বজায় রাখব, শ্রদ্ধা রাখব সব নেতৃবৃন্দের প্রতি এবং দলীয় শৃঙ্খলা মেনে চলব।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে আমরা সর্বস্তরের জনগণ ও মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ঐক্যবদ্ধ থাকব, ইনশাআল্লাহ। দোয়া করুন, শান্তিপূর্ণ থাকুন, মিষ্টি বিতরণ ও মিছিল এড়িয়ে চলুন এবং বিভাজন সৃষ্টিকারী কোনো কাজ করবেন না।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনগুলো মনোনয়নের খবর প্রকাশের পর অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। দলীয় নেতারা জানান, মাজেদ বাবুর নেতৃত্বে ঈশ্বরগঞ্জে নতুন রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি হবে এবং স্থানীয় জনগণ তার উদ্যোগ ও সততার প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছেন।
রাজনীতিবিদ ও বিশ্লেষকদের মতে, মাজেদ বাবুর মনোনয়ন ঈশ্বরগঞ্জে বিএনপির নতুন দিগন্তের সূচনা করতে পারে। দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার পাশাপাশি তিনি সামাজিক ও শিক্ষা খাতে বিভিন্ন উদ্যোগে যুক্ত ছিলেন, যা তাকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা এনে দিয়েছে।



















