ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাইয়া রূপে আসছে ‘দেবদাস’, বুবলী–আজাদ জুটি নিয়ে জাহিদ হোসেনের নতুন আয়োজন কুমিল্লায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন মোরেলগঞ্জে বিষখালী নদীর সেতুর সংযোগ সড়ক ভেঙে যান চলাচল বন্ধ শাল্লায় ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালিত দেশে সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের মূল লক্ষ্য- সেলিমুজ্জামান সেলিম কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়া ছিলেন সকল রাজনৈতিক সংগঠনের অভিন্ন চরিত্র: ইবি উপাচার্য মোরেলগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সেনাবাহিনীর বিরুদ্ধে অপ প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেঃ কর্নেল লুৎফর

বিএনপিতে যোগ দিলেন মুগ্ধর ভাই স্নিগ্ধ

আলি হায়দার, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৩৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ৪৪ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপিতে যোগ দিয়েছেন। পরিবারের এই গুরুত্বপূর্ণ সদস্যের রাজনীতিতে প্রত্যাবর্তনকে বিএনপি নেতৃত্ব উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা, ছাত্রদল–যুবদলের কয়েকজন শীর্ষ নেতা এবং মুগ্ধের সহপাঠী ও অনুসারীরাও।

দলে যোগ দিয়ে স্নিগ্ধ বলেন, “আমার ভাই মীর মুগ্ধ গণঅভ্যুত্থানে এই দেশের গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন। তার স্বপ্ন ছিল একটি মুক্ত, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ। সেই আদর্শকে ধারণ করেই আজ বিএনপিতে যোগ দিলাম। মুগ্ধের মতো আমিও দেশের মানুষের জন্য কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “বিএনপি আজ গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটের স্বাধীনতার পক্ষে লড়াই করছে। সেই আন্দোলনের এক অংশ হতে পারা আমার জন্য গৌরবের।”

ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান মীর মুগ্ধের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “মীর মাহফুজুর রহমান মুগ্ধ আমাদের গণতান্ত্রিক সংগ্রামের শহীদ। তার ভাই স্নিগ্ধের বিএনপিতে যোগদান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরও শক্তিশালী করবে। আমরা তার পরিবারের ত্যাগ কখনও ভুলবো না।”

বিএনপির নেতারা জানান, গণঅভ্যুত্থানে নিহত যুবকদের পরিবারকে রাজনৈতিকভাবে সম্পৃক্ত করা এবং তাদের নেতৃত্বে এগিয়ে আনা—দলের সাম্প্রতিক কৌশলের একটি অংশ। স্নিগ্ধের যোগদান সেই ধারাকে আরও বেগবান করবে।

অনুষ্ঠানে মীর মুগ্ধকে স্মরণ করা হয় এবং গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে স্নিগ্ধকে ফুল দিয়ে স্বাগত জানায় বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপিতে যোগ দিলেন মুগ্ধর ভাই স্নিগ্ধ

আপডেট সময় : ১১:৩৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপিতে যোগ দিয়েছেন। পরিবারের এই গুরুত্বপূর্ণ সদস্যের রাজনীতিতে প্রত্যাবর্তনকে বিএনপি নেতৃত্ব উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা, ছাত্রদল–যুবদলের কয়েকজন শীর্ষ নেতা এবং মুগ্ধের সহপাঠী ও অনুসারীরাও।

দলে যোগ দিয়ে স্নিগ্ধ বলেন, “আমার ভাই মীর মুগ্ধ গণঅভ্যুত্থানে এই দেশের গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন। তার স্বপ্ন ছিল একটি মুক্ত, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ। সেই আদর্শকে ধারণ করেই আজ বিএনপিতে যোগ দিলাম। মুগ্ধের মতো আমিও দেশের মানুষের জন্য কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “বিএনপি আজ গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটের স্বাধীনতার পক্ষে লড়াই করছে। সেই আন্দোলনের এক অংশ হতে পারা আমার জন্য গৌরবের।”

ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান মীর মুগ্ধের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “মীর মাহফুজুর রহমান মুগ্ধ আমাদের গণতান্ত্রিক সংগ্রামের শহীদ। তার ভাই স্নিগ্ধের বিএনপিতে যোগদান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরও শক্তিশালী করবে। আমরা তার পরিবারের ত্যাগ কখনও ভুলবো না।”

বিএনপির নেতারা জানান, গণঅভ্যুত্থানে নিহত যুবকদের পরিবারকে রাজনৈতিকভাবে সম্পৃক্ত করা এবং তাদের নেতৃত্বে এগিয়ে আনা—দলের সাম্প্রতিক কৌশলের একটি অংশ। স্নিগ্ধের যোগদান সেই ধারাকে আরও বেগবান করবে।

অনুষ্ঠানে মীর মুগ্ধকে স্মরণ করা হয় এবং গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে স্নিগ্ধকে ফুল দিয়ে স্বাগত জানায় বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা।