ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাইয়া রূপে আসছে ‘দেবদাস’, বুবলী–আজাদ জুটি নিয়ে জাহিদ হোসেনের নতুন আয়োজন কুমিল্লায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন মোরেলগঞ্জে বিষখালী নদীর সেতুর সংযোগ সড়ক ভেঙে যান চলাচল বন্ধ শাল্লায় ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালিত দেশে সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের মূল লক্ষ্য- সেলিমুজ্জামান সেলিম কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়া ছিলেন সকল রাজনৈতিক সংগঠনের অভিন্ন চরিত্র: ইবি উপাচার্য মোরেলগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সেনাবাহিনীর বিরুদ্ধে অপ প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেঃ কর্নেল লুৎফর

রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ৩০ বার পড়া হয়েছে

রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা প্রদান করলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “আগে এমন ক্ষেত্রে শুধু সাধারণ ডায়েরি (জিডি) করা হতো, কিন্তু এবার নির্বাচনকালীন দায়িত্বে অবহেলা বা পক্ষপাতিত্বের প্রমাণ মিললে সরাসরি আইনের আওতায় আনা হবে।”

সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কঠোর নজরদারি থাকবে। এ জন্য ইতোমধ্যে ‘ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি’ গঠন করা হয়েছে।

তিনি বলেন, “নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা পুলিশ সদস্যের অবহেলা, পক্ষপাতমূলক আচরণ বা রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা পাওয়া গেলে সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে। কোনো রকম ছাড় দেওয়া হবে না।”

উপদেষ্টা আরও জানান, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে তিনি পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সতর্ক থাকার নির্দেশ দেন।

সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি মাদক প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনা, এবং অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযান জোরদার করার নির্দেশনা দেওয়া হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে এবং মাদক ও অস্ত্র চোরাচালানে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

ব্রিফিংয়ে তিনি জানান, হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট পুনরায় চালু করা হয়েছে। এতে যাত্রীসেবা ও নিরাপত্তা কার্যক্রম আরও আধুনিক ও দ্রুত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় এমন সব বক্তব্য দেওয়া হয়, যার কোনো সত্যতা থাকে না। কিন্তু সাংবাদিকদের প্রতিবেদন সাধারণত বাস্তব ও যাচাইযোগ্য হয়।”

তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, সঠিক ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে যেন তারা সমাজে গুজব ও উস্কানিমূলক প্রচারণা প্রতিহত করতে ভূমিকা রাখেন।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিপিএম, এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসন্ন জাতীয় নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ও উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১২:৫৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা প্রদান করলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “আগে এমন ক্ষেত্রে শুধু সাধারণ ডায়েরি (জিডি) করা হতো, কিন্তু এবার নির্বাচনকালীন দায়িত্বে অবহেলা বা পক্ষপাতিত্বের প্রমাণ মিললে সরাসরি আইনের আওতায় আনা হবে।”

সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কঠোর নজরদারি থাকবে। এ জন্য ইতোমধ্যে ‘ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি’ গঠন করা হয়েছে।

তিনি বলেন, “নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা পুলিশ সদস্যের অবহেলা, পক্ষপাতমূলক আচরণ বা রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা পাওয়া গেলে সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে। কোনো রকম ছাড় দেওয়া হবে না।”

উপদেষ্টা আরও জানান, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে তিনি পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সতর্ক থাকার নির্দেশ দেন।

সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি মাদক প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনা, এবং অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযান জোরদার করার নির্দেশনা দেওয়া হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে এবং মাদক ও অস্ত্র চোরাচালানে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

ব্রিফিংয়ে তিনি জানান, হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট পুনরায় চালু করা হয়েছে। এতে যাত্রীসেবা ও নিরাপত্তা কার্যক্রম আরও আধুনিক ও দ্রুত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় এমন সব বক্তব্য দেওয়া হয়, যার কোনো সত্যতা থাকে না। কিন্তু সাংবাদিকদের প্রতিবেদন সাধারণত বাস্তব ও যাচাইযোগ্য হয়।”

তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, সঠিক ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে যেন তারা সমাজে গুজব ও উস্কানিমূলক প্রচারণা প্রতিহত করতে ভূমিকা রাখেন।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিপিএম, এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসন্ন জাতীয় নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ও উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেছেন তিনি।