ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাইয়া রূপে আসছে ‘দেবদাস’, বুবলী–আজাদ জুটি নিয়ে জাহিদ হোসেনের নতুন আয়োজন কুমিল্লায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন মোরেলগঞ্জে বিষখালী নদীর সেতুর সংযোগ সড়ক ভেঙে যান চলাচল বন্ধ শাল্লায় ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালিত দেশে সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের মূল লক্ষ্য- সেলিমুজ্জামান সেলিম কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়া ছিলেন সকল রাজনৈতিক সংগঠনের অভিন্ন চরিত্র: ইবি উপাচার্য মোরেলগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সেনাবাহিনীর বিরুদ্ধে অপ প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেঃ কর্নেল লুৎফর

মুরাদনগরে চাচাতো ভাইয়ের হাতে খুন ৬ বছরের শিশু আদিবা

মুরাদনগর (কুমিল্লা)  প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ৫৬ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগরে (৬) বছরের শিশু আদিবা জাহান মীমের হত্যার ঘটনায় তার চাচাতো ভাই ইয়াসিন (১৯)কে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। হত্যাকাণ্ডের ১২ দিন পর সোমবার রাতে সিমানারপাড় গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আদালতে ইয়াসিন ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জানা গেছে, গত ২৪ অক্টোবর বিকালে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু আদিবা। পরিবারের অনুসন্ধানের পর পরের দিন থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ৩০ অক্টোবর বিকালে বাড়ির পাশে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়, গলায় পাথর বাঁধা অবস্থায়।

স্থানীয়রা জানায়, হত্যার পর ইয়াসিন দাফন-কাফনেও অংশ নিয়েছিলেন। ৩ নভেম্বর মানববন্ধনে শিশুর হত্যার দ্রুত বিচার দাবির সময়ও তিনি সেখানে উপস্থিত ছিলেন। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংস কাজের সাহস না পায়। পুলিশ সূত্রে জানা গেছে, আদিবা নিখোঁজ হওয়ার পর অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ইয়াসিনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, আদালতে ইয়াসিন ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, নিখোঁজ হওয়ার সাত দিন পর বাড়ির পাশে ডোবায় থেকে আদিবার লাশ উদ্ধার করা হয়। আদিবা ওই গ্রামের হানিফ মিয়ার মেয়ে।

নিউজটি শেয়ার করুন

মুরাদনগরে চাচাতো ভাইয়ের হাতে খুন ৬ বছরের শিশু আদিবা

আপডেট সময় : ০৫:১৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

কুমিল্লার মুরাদনগরে (৬) বছরের শিশু আদিবা জাহান মীমের হত্যার ঘটনায় তার চাচাতো ভাই ইয়াসিন (১৯)কে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। হত্যাকাণ্ডের ১২ দিন পর সোমবার রাতে সিমানারপাড় গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আদালতে ইয়াসিন ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জানা গেছে, গত ২৪ অক্টোবর বিকালে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু আদিবা। পরিবারের অনুসন্ধানের পর পরের দিন থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ৩০ অক্টোবর বিকালে বাড়ির পাশে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়, গলায় পাথর বাঁধা অবস্থায়।

স্থানীয়রা জানায়, হত্যার পর ইয়াসিন দাফন-কাফনেও অংশ নিয়েছিলেন। ৩ নভেম্বর মানববন্ধনে শিশুর হত্যার দ্রুত বিচার দাবির সময়ও তিনি সেখানে উপস্থিত ছিলেন। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংস কাজের সাহস না পায়। পুলিশ সূত্রে জানা গেছে, আদিবা নিখোঁজ হওয়ার পর অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ইয়াসিনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, আদালতে ইয়াসিন ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, নিখোঁজ হওয়ার সাত দিন পর বাড়ির পাশে ডোবায় থেকে আদিবার লাশ উদ্ধার করা হয়। আদিবা ওই গ্রামের হানিফ মিয়ার মেয়ে।