মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছা
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরির ধুম পড়েছে। কারিগরদের দম ফেলার ফুসরত নেই। কয়েক দিন বাদেই প্রতিমার গায়ে পড়বে রঙের আঁচড়।
প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মৃৎশিল্পী (কারিগর) সত্যরঞ্জন, সৌরভ পাল ছাড়াও আরো অনেকে। আগামী ৯ অক্টোবর বুধবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা এবং ১৩ অক্টোবর রোববার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজা। এর আগে আগামী ২ অক্টোবর বুধবার মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের শুরু।
সরেজমিনে মুক্তাগাছা উপজেলার কয়েকটি মন্দিরে ঘুরে দেখা গেছে, মন্দিরে কারিগরা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। একনিষ্ঠ চিত্তে নিপুণ হাতের ছোঁয়ায় মাটি লাগানোর কাজে ব্যস্ত শিল্পীরা। সকাল থেকে রাত পর্যন্ত কেউ কাদা তৈরি করছেন, কেউ আবার কাদা দিয়ে হাত-পা বানাচ্ছেন। বেশিরভাগ এলাকাতেই প্রতিমাতে কাদামাটি লাগানোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
এরপর শুরু হবে প্রতিমাতে রংতুলির ছোঁয়া ও সাজসজ্জার কাজ। আজ থেকে পৌরশহরের পিলখানা নিবাসী সৌরভ পাল নন্দিবাড়ি একতা সংঘ মন্দিরের প্রতিমাতে রং দিতে শুরু করেছে। এ যেন এক প্রতিযোগিতা এমনটাই জানিয়েছেন স্হানীয় বাসিন্দারা।
৫৬ প্রহর মাঠ কমিটির সভাপতি শ্রী চন্দন সাহা জানান, এবার একশোর বেশি পুজো মন্ডপ এই উপজেলায় করা হবে যা গত বছরের তুলনায় কম। মুক্তাগাছা অতি শান্তিপূর্ণ একটি এলাকা। উপজেলা নির্বাহী অফিসারের সমন্বিত উদ্যোগে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই পূজা শুরু থেকে বিসর্জন পর্যন্ত শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে সম্পন্নের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এদিকে দুর্গাপূজাকে সামনে রেখে শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান, মুক্তাগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন।
মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, প্রতিটি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা জোরদার করা হবে। এছাড়া ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে বিশেষ নজর রাখা হবে। প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি স্থাপন, মোবাইল/ইন্টারনেট/হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় মনিটরিং সেলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ, নিরাপদ বিদ্যুৎসহ বিকল্প সংযোগ স্থাপন, বখাটেদের উৎপাত বা কৃত্রিম সঙ্কট সৃষ্টিকারী ব্যক্তি/গোষ্ঠী কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ, স্থানীয় ইফা’র মাধ্যমে ৫ ওয়াক্ত নামাজ ও আজানের সময়সূচিসহ সার্বিক ব্যবস্থাপনার উপর নীতিগত সিদ্ধান্ত গৃহীত করা হয়েছে।
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
পূর্বধলা সংবাদদাতা নেত্রকোনা সদরে দায়িত্বরত বিকাশ কর্মী রিজন তালুকদারের হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।…
জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা কুড়িগ্রামে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের কালোর ও জিঞ্জিরাম নদী দ্বারা…
কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আপাতত আশঙ্কামুক্ত। তবে…
This website uses cookies.