বন্যার পানিতে ভেসে আসা মাছ ধরার হিড়িক

নিজস্ব প্রতিবেদক

শেরপুর শহর এবং জামালপুর শহর থেকে কেউ বাইকে, কেউ প্রাইভেটকারে, সিএনজিতে ও আবার কেউ রিকশায় করে আসেন পাহাড়ি ঢলে ভেসে যাওয়া বন্যার পানি দেখতে। বন্যার পানি দেখতে আসা এই মানুষ গুলোই সখের বসে আবার অনেকে প্রয়োজনের খাতিরে কিন নিয়ে যান এখানকার সুস্বাদু মাছ গুলো। ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার পানিতে ভেসে আসা মাছ মারার হিড়িক পড়েছে বন্যাকবলিত এলাকায়। এইসব এলাকায় মাছ কিনতে ও দেখতে নানান জাইগা থেকে আসা বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ভীড় জামাচ্ছে। এতে মাছ বিক্রেতারা ভালো দাম পাওয়ায় আনন্দিত হচ্ছেন অন্যদিকে ক্রেতারাও সস্তা দামে মাছ কিনে খুশি হচ্ছেন। এখানে শিং, মাগুর, পুটি, বৌমা মাছ, গতা, বাম এবং বিভিন্ন মাছের ঘের থেকে ভেসে যাওয়া রুই, কাতলা, কারফু, পাংখাশ সহ দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের মাছ বিক্রি হয় এই কয়ে রোড তিন রাস্তার মোড়ের এই হাঁটটিতে।

মাছ বিক্রেতারা বলেন, আমরা অনেকে আনন্দে আবার অনেকে জীবিকার তাগিদে বন্যার পানিতে ভেসে আসা মাছ গুলো জাল দিয়ে ধরে থাকি।

একজন মাছ বিক্রেতা শফিকুল আলম বলেন, এই স্থানটিতে বন্যার পানি আসলেই প্রত্যেকদিন কয়েক লাখ টাকার মাছ আমরা বিক্রি করতে পারি। এখানে মাছ বিক্রি করে আমরা যে টাকা পাই সেটা দিয়ে আমাদের সংসারের অনেক প্রয়োজনে আসে।

অন্যদিকে মাছ ক্রেতারা বলছেন, এখানে যে মাছগুলো পাওয়া যায় সবই দেশীয় প্রজাতির। এগুলো শহরে কিনতে গেলে অনেক টাকা লাগে কিন্তু এখানে এসে আমরা সস্তায় মাছ কিনে নিয়ে যেতে পারি।

একজন শিক্ষক রানা আহাম্মেদ বলেন, আমি পাহাড়ি ঢলের বন্যার পানি দেখতে এসেছি এখানে। পানি দেখতে এসে আমি হতবাক। এখানে যেভাবে মাছ বিক্রি হচ্ছে তাতে আমার কাছে খুবই আনন্দ লেগেছে। কারণ এখানে হাজার হাজার মানুষ আসছে এবং স্বাচ্ছন্দে তারা মাছ কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। এখানে তিনশো থেকে শুরু করে পনেরশো টাকা কেজি পর্যন্ত দামে মাছ বিক্রি হচ্ছে। এই মাছগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

জানা গেছে, শেরপুর শহর থেকে ১০ কিলোমিটার দূরে ঝিনাইগাতী, নালিতাবাড়ী অভিমুখে কয়রোড, জুলগাঁও মোড় সহ বিভিন্ন স্থানে বন্যা এবং পাহাড়ি ঢলে ভেসে আসা মাছের হাট বসছে। আর এইসব স্থান সৌখিন মাছ ক্রেতা বিক্রেতাদের জন্য খুবই জনপ্রিয়।

প্রলয় ডেস্ক

Recent Posts

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

2 hours ago

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…

2 hours ago

রিজন হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

পূর্বধলা সংবাদদাতা নেত্রকোনা সদরে দায়িত্বরত বিকাশ কর্মী রিজন তালুকদারের হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।…

3 hours ago

কুড়িগ্রামে তিনজনকে কুপিয়ে হত্যার বিচার ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা কুড়িগ্রামে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের কালোর ও জিঞ্জিরাম নদী দ্বারা…

4 hours ago

সংস্কৃতি উপদেষ্টা ফারুকী শঙ্কামুক্ত

কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আপাতত আশঙ্কামুক্ত। তবে…

4 hours ago

৬৫০৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ মোট ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ…

4 hours ago

This website uses cookies.