Categories: সারাদেশ

পঞ্চগড়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিজিবির শুভেচ্ছা বিনিময়

পঞ্চগড় প্রতিনিধি

আগামী ৯ অক্টোবর মহাষ্ঠির মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে শারদীয় দূর্গাপূজা। আর এই দূর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকায় সুষ্ঠুভাবে পূজা উদযাপনে পূজামন্ডব কর্তৃপক্ষ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের জিতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় জিতাপাড়া দূর্গা মন্দিরের সভাপতি শাহাদুর ঘোষের সভাপতিত্বে ও পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক।

প্রধান অতিথির বক্তব্যে পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক বলেন, ইতোমধ্যেই পঞ্চগড় সদর উপজেলা, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলায় সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে থাকা সকল পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি মোতায়েন সম্পন্ন করা হয়েছে।

গত ৫ অক্টোবর থেকে নিরাপত্তা টহল পরিচালনা করা হচ্ছে। এবারের পূজায় বিজিবি সীমান্তবর্তী উপজেলায় বসবাসরত নাগরিকদের নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সহায়তা করবে। পূজা চলাকালীন বা পূজা শুরুর পূর্বে দুষ্কৃতিকারী বা অপশক্তির উপস্থিতি টের পেলে সাথে সাথে বিজিবি’র টহল কমান্ডারকে মোবাইলের মাধ্যমে অবগত করার জন্য সংশ্লিষ্ট পূজা মন্ডপ কমিটির সভাপতি সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন।

এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসব যেন সুষ্ঠ ও সুন্দরভাবে পালন করতে পারে সেজন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ও সাধারণ জনসাধারণকে সজাগ দৃষ্টি ও সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।

মতবিনিময় এসময় সভায় আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের দুলাল, গড়িনাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু, গড়িনাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতামাস হুসাইন লেলিনসহ আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার সকল পূজামন্ডপের নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি
আগামী ৯ অক্টোবর মহাষ্ঠির মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে শারদীয় দূর্গাপূজা। আর এই দূর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকায় সুষ্ঠুভাবে পূজা উদযাপনে পূজামন্ডব কর্তৃপক্ষ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের জিতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় জিতাপাড়া দূর্গা মন্দিরের সভাপতি শাহাদুর ঘোষের সভাপতিত্বে ও পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক।

প্রধান অতিথির বক্তব্যে পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক বলেন, ইতোমধ্যেই পঞ্চগড় সদর উপজেলা, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলায় সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে থাকা সকল পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি মোতায়েন সম্পন্ন করা হয়েছে।

গত ৫ অক্টোবর থেকে নিরাপত্তা টহল পরিচালনা করা হচ্ছে। এবারের পূজায় বিজিবি সীমান্তবর্তী উপজেলায় বসবাসরত নাগরিকদের নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সহায়তা করবে। পূজা চলাকালীন বা পূজা শুরুর পূর্বে দুষ্কৃতিকারী বা অপশক্তির উপস্থিতি টের পেলে সাথে সাথে বিজিবি’র টহল কমান্ডারকে মোবাইলের মাধ্যমে অবগত করার জন্য সংশ্লিষ্ট পূজা মন্ডপ কমিটির সভাপতি সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন।

এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসব যেন সুষ্ঠ ও সুন্দরভাবে পালন করতে পারে সেজন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ও সাধারণ জনসাধারণকে সজাগ দৃষ্টি ও সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।

মতবিনিময় এসময় সভায় আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের দুলাল, গড়িনাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু, গড়িনাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতামাস হুসাইন লেলিনসহ আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার সকল পূজামন্ডপের নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রলয় ডেস্ক

Recent Posts

জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ

জিয়াউর রহমান, বাংলাদেশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ১৯৩৬ সালের ১৯…

5 hours ago

ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…

9 hours ago

রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা

সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…

10 hours ago

এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…

10 hours ago

ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন

আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…

10 hours ago

জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…

10 hours ago

This website uses cookies.