মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছা
টানা ভারি বর্ষণ এবং উজানের ঢলে ময়মনসিংহের শেরপুর ও নেত্রকোনার একাংশ প্লাবিত হয়েছে। এর ধারাবাহিকতায় মুক্তাগাছায় প্রায় ৬০০ হেক্টর আবাদি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। আগস্ট এবং সেপ্টেম্বর মাসের প্রচণ্ড বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়েছে আমন ধান এবং শীতকালীন আগাম শাক-সবজি চাষিরা। এই পরিস্থিতির ফলে উপজেলার বিভিন্ন হাট-বাজারে সবজির দাম দ্বিগুণ বেড়ে গেছে, যা নিম্ন ও মধ্যবিত্তদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
কৃষক মফিজ মিয়া ৪ বিঘা জমিতে আগাম লাউ চাষ করেছিলেন। শুরুতে ফলন ভাল হলেও, অবশেষে পানিতে গাছের সব লাউ পচে গেছে। তার ৮ বিঘা জমির ফসলের ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা।
হালিম মিয়া বলেন, আমন ধান চাষ করেছিলাম। গত দুই মাসের টানা বৃষ্টির ফলে, আমার সব স্বপ্ন শেষ। আমার মতন মুক্তাগাছার অনেক কৃষক এখন ঋণের বোঝা নিয়ে গভীর দুশ্চিন্তায় রয়েছে।
সাধারণত সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুতে বাজার শীতকালীন সবজিতে ভরপুর থাকে, তবে এবারে ফসল নষ্ট হওয়ার কারণে বাজারে এর প্রভাব পড়েছে। বর্তমানে প্রতিটি সবজি দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে, যা ক্রেতাদের জন্য একটি বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে।
এদিকে উপজেলা কৃষি অফিসার সেলিনা পারভিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন, “উপজেলায় প্রায় ৬০০ হেক্টর জমি পানিতে নিমজ্জিত, যার অধিকাংশই আমন আবাদের জমি এবং বিভিন্ন প্রকার সবজি চাষ করা হয়েছে। যদি আর বৃষ্টি না হয়, তবে পানি কিছুটা কমে যাবে এবং ক্ষতির পরিমাণও কমবে।”
তিনি উল্লেখ করেন যে, ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ বিবেচনায় বীজ ও সারের ব্যবস্থা করা হবে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বিভিন্ন খাল-বিল ভরাট হওয়ার কারণে।
অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ…
পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…
জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…
শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…
উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…
ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযানে আলোচনায় আসা মো. সারোয়ার আলম নতুন দায়িত্ব পেলেন সিলেটে।…
This website uses cookies.