পর্যটকের পদভারে মুখরিত সারকন্যা কুয়াকাটা

নিজস্ব প্রতিবেদক

দুর্গা পূজার ৪ দিনের ছুটি উপলক্ষে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। গতকাল বৃহস্পতিবার বিকাল থেকেই সৈকতে এ সকল পর্যটকের আগমন ঘটে।

দীর্ঘ প্রায় তিন মাস পর পর্যটকের এমন বাড়তি উপস্থিতিতে অনেকটা উচ্ছসিত ব্যবসায়ীরা। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। বুকিং রয়েছে কুয়াকাটার শতভাগ হোটেল-মোটেল। পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে তৎপর রয়েছে থানা ও ট্যুরিষ্ট পুলিশের সদস্যরা।

আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে আবার ঘুরছেন ঘোড়া মোটরসাইকেল কিংবা ওয়াটার বাইকে। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।

শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে শুরু করে আশেপাশের ১কিঃমিঃ জায়গা জুড়ে পর্যটকদের হৈ-হুল্লোড়। সমুদ্রের বুকে কেউ ঝাঁপিয়ে পড়ছে কেউ বা আবার দলবেঁধে সাতার কাটছে। আনন্দ উপভোগের দৃশ্য স্মৃতিপটে ধারণের জন্য কেউ বা আবার ছবি তুলছে।

অন্যদিকে দুর্গাপূজার এই চার দিনের ছুটিতে পর্যটক বাড়ায় ব্যস্থতা দেখা গেছে কুয়াকাটার সকল রেস্তোরাঁসহ পর্যটননির্ভর সকল ব্যবসা প্রতিষ্ঠানে। হোটেল মোটেলের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে তাদের আবাসিক হোটেলে বুকিং ভালো আছে। পর্যটকদের উপস্থিতিতে স্বস্তি ফিরছে। তাদের আশা এখন থেকে এমন পর্যটকদের আনাগোনা থাকলে তাদের সংকট কাটিয়ে উঠবে খুব শ্রীঘ্রই।

সৈকতে বেঞ্চি ব্যবসায়ী মো. সগির বলেন, বৃহস্পতিবার থেকে চোখে পড়ার মত পর্যটক কুয়াকাটায় আসছে। আজকে শুক্রবার সৈকতে পর্যটকে মুখরিত। অনেকদিন পর আমরা অনেক পর্যটক দেখতেছি। ক্যামেরাম্যান আলমাছ বলেন, পূজার ছুটিতে ভাল পর্যটক আসতেছে। আজ ভালোই পর্যটক বাড়ছে। এভাবে পর্যটক আসলে আমরা আমাদের সংকট কাটাতে পারব।

আচার বিক্রেতা আ: রহিম বলেন, পর্যটকরা এখন বেশি ক্রয় করেনা। শুধুই তাদের পুজামন্ডপে ঘুরে ফিরে চলে যায়। তবে আগের চাইতে বেচা-বিক্রি কিছুটা বাড়ছে। খাবার হোটেলের ব্যবস্থাপক মো. সেলিম মিয়া বলেন, বিগত দুইমাস যাবৎ বেচা কিনা খুবই খারাপ ছিল ।বৃহস্পতিবার থেকে ভালোই বিক্রি করতে পারছি। আজ শুক্রবার আরো বাড়ছে। এখন আমাদের দুশ্চিন্তা কাটবে।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মোতালেব শরীফ বলেন, পুজার ছুটিতে পর্যটক বাড়তে শুরু করছে । প্রায় হোটেলের ৭০ শতাংশ রুম বুকিং রয়েছে। আসা করছি এখন থেকে আর পর্যটক খরায় পড়তে হবে না। দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক হয়েছে তার সাথে পর্যটকের আগমন ঘটেছে।

কুয়াকাটা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো: কৌশিক আহমেদ বলেন, আমরা দূর্গা পুজা উপলক্ষে সম্পুর্ন ভাবে পর্যটকদের নিরাপত্তার জন্য প্রস্তুত। দেশে চলমান অস্থিরতা কেটে যাওয়ার ফলে পুজার ৪ দিনের ছুটির কারনে পর্যটক বাড়ছে কুয়াকাটায়। তাদের নিরাপদ ভ্রমন ও হিন্দুদের পুজার নিরাপত্তার জন্য মহিপুর থানা পুলিশ, কুয়াকাটা টুরিস্ট পুলিশ ও উপজেলা প্রশাসন আরো জোরদার করা হয়েছে।

প্রলয় ডেস্ক

Recent Posts

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

2 hours ago

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…

3 hours ago

রিজন হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

পূর্বধলা সংবাদদাতা নেত্রকোনা সদরে দায়িত্বরত বিকাশ কর্মী রিজন তালুকদারের হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।…

3 hours ago

কুড়িগ্রামে তিনজনকে কুপিয়ে হত্যার বিচার ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা কুড়িগ্রামে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের কালোর ও জিঞ্জিরাম নদী দ্বারা…

4 hours ago

সংস্কৃতি উপদেষ্টা ফারুকী শঙ্কামুক্ত

কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আপাতত আশঙ্কামুক্ত। তবে…

4 hours ago

৬৫০৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ মোট ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ…

4 hours ago

This website uses cookies.