ফেসবুকে প্রেম, দেখা করতে গিয়ে পেলেন স্ত্রীকে!

প্রলয় ডেস্ক

স্বামীর কুকীর্তি ধরতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খোলেন স্ত্রী। এরপর পরিকল্পনা অনুযায়ী, স্বামীর সঙ্গে শুরু করেন প্রেম। বিপত্তি ঘটে দেখা করার দিন। সেদিন ফেসবুক প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে স্বামী দেখেন তার স্ত্রী বসে আছেন। এমন ঘটনা ঘটেছে ভারতের মুর্শিদাবাদের ডোমকল বাসস্ট্যান্ডে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, ওই স্বামীর নাম বিক্রম মণ্ডল (৪০)। তাঁর বাড়ি পশ্চিমবঙ্গের ডোমকলের মোমিনপুরে। তিনি মাছের ব্যাবসায়ী। তাঁর দুই ছেলে কেরালায় শ্রমিকের কাজ করেন।

অভিযোগ, একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বিক্রমের। তা নিয়ে সংসারে অশান্তিও হয়। এরপর স্বামীকে শায়েস্তা করতেই ফেসবুক অ্যাকাউন্ট খোলেন বিক্রমের স্ত্রী।

স্বামীর অ্যাকাউন্টে পাঠান ফ্রেন্ড রিকোয়েস্ট। সেটা গ্রহণ করতেই ম্যাসেঞ্জারে চ্যাটিং শুরু। এক পর্যায়ে স্বামীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেন বধূ। এরপর দেখা করার প্রস্তাব দেন বিক্রম। তবে তিনি ভাবতেও পারেননি তার সঙ্গে কী ঘটতে চলেছে।

এক সময়ে না দেখা প্রেমিকার ডাকে সাড়া দিয়ে বিয়ের জন্য ব্যাগপত্র গুছিয়ে গত বৃহস্পতিবার দুপুরে চলে আসেন ডোমকল বাসস্ট্যান্ডে। আসেন ফেসবুকের প্রেমিকাও। নির্ধারিত জায়গায়ে এসে প্রেমিক স্বামী দেখেন পিছন ফিরে যিনি বসে আছেন তিনি আর কেউ নন তাঁর স্ত্রী। এদিকে এই পরিকল্পনার কথা আগেই ওই নারী তাঁর ভাইদের জানিয়েছিলেন। তাঁরা এসে বিক্রমকে বেধড়ক মারধর করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

নতুন প্রেমিকা পেয়ে একেবারে গদগদ অবস্থা স্বামী। প্রেমের এক পর্যায়ে দেখা করার প্রস্তাব দেন তিনি। এদিকে স্ত্রী শুরু করেন আসল খেলো। তিনি বলেন, এত তাড়া কীসের আরও কিছুদিন কথা হোক। দু’জন দুজনকে জানি, বুঝি। তার পর দেখা। বা একেবারে বিয়ে করতে হবে। তাতে যদি রাজি থাকেন তবে দেখা হবে।

স্ত্রীর এমন ফাঁদের বিষয়টি ভাবতেও পারেননি স্বামী। সবশেষ না দেখা প্রেমিকার ডাকে সাড়া দিয়ে ব্যাগপত্র গুছিয়ে গত বৃহস্পতিবার দুপুরে চলে আসেন ডোমকল বাসস্ট্যান্ডে। আসেন ফেসবুকের প্রেমিকাও। নির্ধারিত জায়গায়ে এসে প্রেমিক স্বামী দেখেন পিছন ফিরে যিনি বসে আছেন তিনি আর কেউ নন তার স্ত্রী।

এ সময় স্বামী প্রশ্ন করেন, তুমি এখানে? স্ত্রীর উত্তর, আমাকে ডেকে এনে আবার অন্য মহিলার আশা! দাঁড়াও মজা দেখাচ্ছি’ বলেই ধরে ফেলেন স্বামীকে। এদিকে আগে থেকে পরিকল্পনার কথা ভাইদের জানিয়েছিলেন স্ত্রী। ফলে তাদের হাতে বেধড়ক মারধরের শিকার হন স্বামী। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

প্রলয় ডেস্ক

Recent Posts

বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক

পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…

2 hours ago

দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ

জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…

2 hours ago

সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…

2 hours ago

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…

2 hours ago

সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এখন সিলেটের জেলা প্রশাসক

ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযানে আলোচনায় আসা মো. সারোয়ার আলম নতুন দায়িত্ব পেলেন সিলেটে।…

3 hours ago

চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই, সচেতন হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

উপদেষ্টা নূরজাহান বেগম সোমবার রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে…

3 hours ago

This website uses cookies.