পোঁকার আক্রমণে বাদাম ক্ষেতের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষকরা

রনবীর চন্দ্র রায়, ফুলবাড়ী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পোঁকার আক্রমণে বাদাম ক্ষেতের ব্যাপক ক্ষতি দেখা দেওয়ায় চরম ভাবে দিশেহারা হয়ে পড়েছেন চরাঞ্চলের চাষিরা। বাদাম ক্ষেতে পোঁকা দমনে কীটনাশক প্রয়োগ করেও পোকা মরছে না।

জানা গেছে, এ মৌসুমে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল এলাকার চরাঞ্চলের কৃষকরা ব্যাপক পরিমানে বাদাম চাষ করছেন। বাদাম ক্ষেতের কাছে গিয়ে আক্রান্ত বাদাম ক্ষেত দেখলে মনটা খারাপ হয়ে যায় কৃষকদের।

চাষিরা জানান, বিষাক্ত পোঁকার আক্রমণে প্রতিটি বাদাম গাছের কচি কচি মগডাল ও পাতায় পচন ধরে মরে যাচ্ছে। চোখের সামনে বিঘার পর বিঘা বাদামের ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। এমন দৃশ্য দেখে দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা। চরাঞ্চলের কৃষকরা ফসল রক্ষার্থে প্রখর রোদ উপেক্ষা করে কীটনাশক প্রয়োগ, নিড়ানী ও সার ব্যবহার করছেন।’

উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল এলাকার বাদাম চাষি হানিফ মিয়া, রসুল মিয়া, আকবর আলী ও চান্দু মিয়া জানান, প্রতি বছরের মত এবারও বাদাম চাষে হাঁড় ভাঙ্গা পরিশ্রম করেন। প্রতি বছর বাদামের ফলনও ভালো হয়। বিঘা প্রতি ৮/৯ মণ বাদাম উৎপাদন করেন। প্রতি মণ বাদামের মুল্যও ভালো পান তারা।’

তারা বলেন, কিন্তু গত ১৫ থেকে ২০ দিন থেকে আমাদের বাদাম ক্ষেতে বিষাক্ত পোঁকার আক্রমণে কচি কচি মগডাল নষ্ট হয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করছি এখন পর্যন্ত মগডাল ও পাতায় পচন বন্ধ হচ্ছে না। আমরা খুবই চিন্তিত ফসল নিয়ে। তারা ফসল রক্ষার্থে কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।’

একই এলাকার বাদাম চাষি লাভলু মিয়া দৈনিক প্রলয়কে বলেন, চার বিঘা জমিতে বাদাম রোপণ করেছি। অন্যান্য ফসল পাট, ভুট্রার চেয়ে পরিশ্রম ও খরচ কম। এ জন্য আমাদের চরাঞ্চলের অনেক কৃষক বাদাম চাষে বেশ আগ্রহী হচ্ছে।’ এ বছর আমার চার বিঘা জমির বাদাম ক্ষেতে পোঁকার আক্রমণে মগডাল গুলো ঝরে যাচ্ছে। প্রতিটি বাদাম গাছের মগডালে বিষাক্ত পোঁকার আক্রমণ করছে। অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি তার ফসল রক্ষার্থে কীটনাশক ঔষধ দিচ্ছেন।’

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: নিলুফা ইয়াসমিন জানান, এ বছর মোট ৭ হেক্টর জমিতে কৃষকরা বাদামের চাষবাদ করেছে। তিনি আরও জানান, সব এলাকায় আমাদের সহকারী কৃষি কর্মকর্তাগণ কাজ করছেন। চরগোরকমন্ডল এলাকার বাদাম চাষিরা আমাদের কৃষি অফিসের কাউকে জানায়নি।’ তিনি জানান, যদি আবহাওয়া ভালো থাকে তাহলে প্রত্যন্ত চরাঞ্চলের কৃষকরা বাদাম চাষে লাভবান হবেন চাষিরা।’’

প্রলয় ডেস্ক

Recent Posts

বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক

পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…

2 minutes ago

দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ

জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…

4 minutes ago

সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…

9 minutes ago

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…

11 minutes ago

সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এখন সিলেটের জেলা প্রশাসক

ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযানে আলোচনায় আসা মো. সারোয়ার আলম নতুন দায়িত্ব পেলেন সিলেটে।…

37 minutes ago

চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই, সচেতন হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

উপদেষ্টা নূরজাহান বেগম সোমবার রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে…

42 minutes ago

This website uses cookies.