পাবনায় বালুমহাল নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব যুবদল নেতা গুলিবিদ্ধ

পাবনা প্রতিনিধি,

পাবনার ঈশ্বরদীতে বালু মহালের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহান পারভেজ বিপু (৪৩) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহত যুবদল নেতা বিপুু সাঁড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বিপু তার সহযোগী ৬/৭ জন নেতা কর্মী নিয়ে আরামবাড়িয়া বাজারে তার ব্যক্তিগত অফিসে বসে ছিলেন। এমন সময় একদল দূর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

এসময় একটি গুলি বিপুর বাম হাতে কব্জির উপরে এবং আরেকটি গুলি বাম পায়ের হাটুর নীচে লাগে। আহত অবস্থায় বিপুকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সে হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জানান, আধিপত্য বিস্তার ও বালুু মহাল নিজেদের নিয়ন্ত্রণ সংক্রান্ত বিরোধের জের ধরে বিপুর উপর এই হামলার ঘটনা ঘটতে পারে। প্রকাশ্যে গুলির ঘটনা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তি প্রদান করতে হবে।

ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি জানান, যুবদল নেতা বিপুর উপর হামলার ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এ ঘটনার সঙ্গে যুবদলের কোন নেতাকর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধেও দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী জানান, বিপুর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শুনেছি। এটি খুবই দুঃখজনক ঘটনা। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করছি।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহীদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য জানতেও পুলিশ কাজ করছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

প্রলয় ডেস্ক

Recent Posts

বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক

পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…

2 hours ago

দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ

জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…

2 hours ago

সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…

2 hours ago

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…

2 hours ago

সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এখন সিলেটের জেলা প্রশাসক

ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযানে আলোচনায় আসা মো. সারোয়ার আলম নতুন দায়িত্ব পেলেন সিলেটে।…

3 hours ago

চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই, সচেতন হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

উপদেষ্টা নূরজাহান বেগম সোমবার রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে…

3 hours ago

This website uses cookies.