স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে একটি জুয়েলারী দোকানে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ নগদ ৬৮ লক্ষাধিক টাকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২ টা থেকে রাত ৯টা পর্যন্ত মির্জাপুর বাজারের ইটালি প্লাজা মার্কেটে এম.আর জুলেয়ারী স্টোর নামক দোকানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এ অভিযান চালান।
অভিযান সূত্রে জানা যায়, মির্জাপুর বাজারের ইটালি প্লাজা মার্কেটে এম.আর জুয়েলারী স্টোর দোকানের মালিক মজিবর রহমান দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্বর্ণ চোরাচালান করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী ওই স্বর্ণের দোকানে অভিযান চালায়। এছাড়া পৌরসদরের থানা রোড এলাকায় অবস্থিত মজিবর রহমানের ফ্ল্যাট বাসাতে তল্লাসি করেন। স্বর্ণের দোকান থেকে ৪ টি স্বর্ণেরবার, ১৭২ টি চেইন, আংটি ২৯ টি, বালা ৮টি, কানের দুল ১০ জোড়াসহ সর্বমোট ১০৪ ভরি স্বর্ণ, নগদ ৬৮ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়। বর্তমানে স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা। অভিযানে মির্জাপুর ক্যাম্প কমান্ডার মেজর সাদীক, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, টাঙ্গাইল জেলা কাস্টমস, একসাইজ ও ভ্যাট কর্মকর্তা পারভেজ রেজা, দেওহাটা ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন, মির্জাপুর থানার উপপরিদর্শক হাবিবুর রহমান, জহিরুল ইসলাম, আনোয়ার হোসেনসহ বিপুল পরিমাণ পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জুয়েলারি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…
জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…
শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…
উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…
ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযানে আলোচনায় আসা মো. সারোয়ার আলম নতুন দায়িত্ব পেলেন সিলেটে।…
উপদেষ্টা নূরজাহান বেগম সোমবার রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে…
This website uses cookies.