Categories: রাজনীতি

ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সদরপুর

ফরিদপুর-১ ও ফরিদপুর-৪ নির্বাচনী আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলের ফরিদপুর জেলার সকল উপজেলা ও পৌরসভার দায়িত্বশীলদের মতবিনিময় সভায় এ ঘোষনা দেওয়া হয়। ফরিদপুর-১ আসনের জন্য কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী শরাফত হুসাইন এবং ফরিদপুর-৪ আসনের জন্য জেলা কমিটির সহ-সভাপতি আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লার নাম ঘোষনা করা করা হয়। ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে পূর্ব থেকে নিজ নির্বাচনী এলাকায় কাজ করে যাচ্ছিলেন গণমানুষের নেতা আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা। শাইখুল হাদীছ মাওলানা মামুনুল হক এর নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এর দলীয় প্রার্থী ঘোষণা করায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলার সকল উপজেলা ও পৌরসভার দায়িত্বশীলদের মতবিনিময় সভা শনিবার (১৬ নভেম্বর) সকাল ৮টায় ফরিদপুর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পৌর অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শারাফত হুসাইন। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা উত্তর এর যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী মাহফুজ হায়দার কসেমী। উক্ত সভা সঞ্চালনা করেন ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী। এ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা শাইখুল হাদীছ আল্লামা শাহ্ আকরাম আলী, শাইখুল হাদীছ আল্লামা হেলালুদ্দীন, শাইখুল হাদীছ আল্লামা আবুল হোসাইন, আল্লামা হাবিবুর রহমান, মুহাম্মদ সলীমুল্লাহ খান।

এ সময় জেলা উপজেলা নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি মাওঃ সুবহান মাহমুদ, মুফতি মাহমুদ হাসান ফায়েক, মাওঃ আবু বকর সিদ্দিক, মাওঃ আনোয়ার হোসেন, মুফতি রওশন আহমাদ, শফিকুল ইসলাম ফরিদপুরী, মুফতি মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, মুফতি মফিজুর রহমান, মুফতি আসাদুজ্জামান, মুফতি তৈয়াবুর রহমান, মাওঃ মিজানুর রহমান মোল্লা, মাওঃ আহসান উল্লাহ, মাওঃ সাদিকুর রহমান সিদ্দিকী, মাওঃ আবু বকর সিদ্দিক (বোয়ালমারী), প্রশিক্ষণ সম্পাদক হাঃ আব্দুল আউয়াল, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওঃ মিজানুর রহমান ফরিদী, দপ্তর সম্পাদক মুফতি আরিফ বিল্লাহ, প্রচার সম্পাদক মাওঃ আরিফ বিল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক হাঃ রাকিবুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল কবীর, সাংগঠনিক সম্পাদক মাওঃ মাহমুদুল হাসান ফরিদপুরী, বায়তুল মাল সম্পাদক মুফতি রঈসুল ইসলাম, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি নুরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ফরিদপুর জেলা পশ্চিম এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সভাপতি মোল্লা রুহুল আমিন সভাপতি এবং ফরিদপুর জেলা পূর্ব এর সেক্রেটারী মুহাম্মাদুল্লাহ আল গালীব প্রমুখ। উপস্থিত নের্তবৃন্দরা জাতীয় সংসদ নির্বাচনে রিকশা মার্কার প্রচার করেন এবং নেতাকর্মী বৃদ্ধির জন্য সদস্য ফরম বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জালাল উদ্দিন আহমাদ বলেন দেশে সুশাসন, শান্তি ও সমৃদ্ধির জন্য রাষ্ট্রীয়ভাবে খেলাফত ব্যবস্থার বিকল্প নেই। সুতরাং আসুন আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়তে গ্রামে, পাড়ায়, মহল্লায় বাংলাদেশ খেলাফত মজলিস এর দুর্গ গড়ে তুলি। মতবিনিময় সভায় বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা, উপজেলা ও পৌরসভার দায়িত্বশীলদের জন্য শুভেচ্ছা স্মারক হিসেবে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নোটিশ

অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ…

46 minutes ago

বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক

পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…

3 hours ago

দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ

জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…

3 hours ago

সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…

3 hours ago

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…

3 hours ago

সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এখন সিলেটের জেলা প্রশাসক

ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযানে আলোচনায় আসা মো. সারোয়ার আলম নতুন দায়িত্ব পেলেন সিলেটে।…

4 hours ago

This website uses cookies.