বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার দৌলতপুর থেকে রাজধানীর যাত্রাবাড়ী থানার লুট হওয়া একটি শর্টগান উদ্ধার করেছে র্যাব। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর এলাকা থেকে অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সূত্রের খবরে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের দৌলতপুর-ভেড়ামারা সড়কের পাশে কাশবনের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ১২ বোর সচল শটগানটি উদ্ধার করে র্যাব। র্যাব আরও জানায়, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ধারনা করা যাচ্ছে যে, উক্ত শর্টগানটি গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে দুষ্কৃতিকারীরা ঢাকার যাত্রাবাড়ী থানা থেকে লুট হওয়া।
উদ্ধারকৃত অস্ত্রটির বিষয়ে অনুসন্ধান করে পরবর্তী ব্যবস্থা ও কার্যক্রম গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। দৌলতপুর থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির জানান, উদ্ধার হওয়া অস্ত্রটির তথ্য জানার জন্য সংশ্লিষ্ট থানাগুলোকে জানানো হয়েছে।