Categories: বিনোদন

সবুজ ঘাসের লাল দ্রোহের সুর যার কন্ঠে

বিনোদন ডেস্ক

ঢাকার ব্যান্ড সংগীতে নারী ভোকালিস্টের সংখ্যা একেবারেই হাতে গোনা। চিরকুটের সুমি, লালন ব্যান্ডের সুমি, জলের গানের ইন্নিমা আর হাতে গোনা অল্প কয়েকজন নারী ভোকালিস্ট। এরই মধ্যে স্বতন্ত্র কথা ও সুরে সংগীতপ্রেমীদের নজর কেড়েছেন ‌‘ডিমোক্রেজি ক্লাউনস্’ ব্যান্ডের ভোকালিস্ট ইলা লালালালা।

সোহরাওয়ার্দী উদ্যান কিংবা টিএসসির সবুজ ঘাসে বসেই গান বানান, সুর বাঁধেন, চর্চাটা জারি রাখেন আর তারুণ্যের লাল দ্রোহমাখা সেই সুর ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের চৌহদ্দি পেরিয়ে দিকে দিকে। প্রেম, বিষাদ কিংবা দ্রোহ- ইলার কন্ঠে আছে সকল সুর। ‘রাষ্ট্র’ গানে দ্রোহ, ‘অচিরজীবীর প্রার্থনা’ গানে বিষাদ আর ‘সঙ্গতি’তে অন্যরকম এক প্রেমের গল্প, ‘প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক-ই/ কিন্তু শান্তি পাবে না।’

মাত্র এক বছরের পথচলায় পাঁচটি গান করেছে ইলার ব্যান্ড ডিমোক্রেজি ক্লাউনস্। প্রতিটি গানই শ্রোতাদের মধ্যে পরিচিতি পেয়েছে। অথচ কোনো গানেরই রেকর্ড তারা ছাড়েনি, কনসার্ট থেকে রেকর্ড হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গানগুলো পরিচিতি পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী ইলা।

যশোরে ইলার জন্ম ও বেড়ে ওঠা। যশোরেই দেড় বছরের মতো সেমিক্ল্যাসিক্যাল শিখেছিলেন। ছয় বছর বয়সে পরিবারের সঙ্গে ঢাকায় চলে আসেন। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ ও বিএএফ শাহীন কলেজে পড়াশোনা করেছেন। শৈশব থেকেই বিভিন্ন মাজারে লালনের গান করেছেন। মোটামুটি অষ্টম শ্রেণি পর্যন্ত গান করেছেন। নবম শ্রেণিতে ওঠার পর পারিবারিকভাবে গান গাওয়া বন্ধ করে দেওয়া হয়। হারমোনিয়ামটাও বিক্রি করে দেওয়া হয়। মাঝখানে পাঁচ বছরের মতো গান বন্ধ ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর গানে ফেরেন ইলা। রাজনীতি করতে গিয়ে তাহমীদ চৌধুরীর সঙ্গে পরিচয়। পরে কয়েকজন মিলে গত বছর ‘ডিমোক্রেজি ক্লাউনস্’ শুরু করেন। ব্যান্ডের অন্য সদস্যরা হলেন কাজী সাদমান, মাহাথির মোহাম্মদ ও তাহমীদ চৌধুরী।

টিএসসিতে প্রথম শোতে বাস্কিং (গান গেয়ে অর্থ তোলা) করেছিলেন ইলা, তাহমীদরা। মূলত বাস্কিং থেকেই ব্যান্ডটা দাঁড়িয়ে গেল। এক বছরের পথচলায় প্রথম গান ‘আহুতি’, এরপর ‘সঙ্গতি’, ‘নির্বিকার’, ‘রাষ্ট্র’ ও ‘অচিরজীবীর প্রার্থনা’। এর মধ্যে চারটি গানেরই সুর বেঁধেছেন ইলা, গেয়েছেনও তিনি।

গণ-অভ্যুত্থানের পর ‘জরুরি সংযোগ’ কনসার্টের আয়োজন করেছিল ব্যান্ডটি, সঙ্গে গানও করেছিল। নভেম্বরে শিল্পকলা একাডেমিতে ‘আওয়াজ উডা’ শীর্ষক আয়োজনে গাইতে দেখা গেছে তাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একাধিক শো করেছেন ইলারা। ঢাকার বাইরে প্রথমবার হবিগঞ্জে শিল্পকলা একাডেমিতে শো করতে গিয়েছিলেন তারা।

ঢাকার বাইরের শ্রোতারা কীভাবে নেবেন, এটা নিয়ে খানিকটা দুশ্চিন্তায় ছিলেন ইলা। তবে তার গান শুনে শ্রোতাদের আবেগ তাকে ছুঁয়ে গেছে। ইলা গণমাধ্যমকে জানান, ‘মধ্যবয়সী নারীরা আমাকে জড়িয়ে ধরে বলেছেন, তোমার গলা সুন্দর। ঢাকার ইন্টেলেকচুয়ালরা আমার গান শোনে, আবার প্রান্তিক এলাকার মানুষও শোনে। আমি আমার গানে শোষক শ্রেণি বাদে সবাইকে সংযুক্ত করতে চাই। পৃথিবীটাকেই আমার গান শোনাতে পারব।’

কী ধরনের গান করছেন, তার একটা ধারণাও দিয়ে রাখলেন ‘জেন-জি’ গায়িকা ইলা। তিনি বলেন, ‘গানে আমি শুধু আকাশ, বাতাস, ফুল-পাখি বোঝাতে চাই না। সময়টাকে বোঝাতে চাই। হয় তুমি শোষিত, নয় শোষক। জায়গাটা দেখাতে চাই। পপুলারিটির দিকে গেলে আমাকে বেধে দেওয়া হবে। ফলে ওই দিকে যাইনি।’

নিজের বিচিত্র নামের গল্পটাও শোনালেন এই তরুণ সংগীতশিল্পী, তার নাম মূলত ইলা। ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে গিয়ে ইলার পরে লালালালা যোগ করেছিলেন। অনেকটা সুরের মতো শোনায়, এরপর থেকে সংগীতাঙ্গনে ইলা লালালালা নামেই পরিচিতি পান।

এ বছরের জুলাইয়ে ডিমোক্রেজি ক্লাউনসে্র প্রথম অ্যালবাম প্রকাশের ঘোষণা দেওয়ার কথা ছিল। তবে আন্দোলনের মধ্যে সেটি হয়নি। ২০২৫ সালের মাঝামাঝি অ্যালবামের ঘোষণা দেবেন। শুরুতে স্পটিফাইয়ে অডিও গান প্রকাশ করবেন, পরে ভিডিও চিত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে।

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

2 hours ago

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…

3 hours ago

রিজন হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

পূর্বধলা সংবাদদাতা নেত্রকোনা সদরে দায়িত্বরত বিকাশ কর্মী রিজন তালুকদারের হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।…

3 hours ago

কুড়িগ্রামে তিনজনকে কুপিয়ে হত্যার বিচার ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা কুড়িগ্রামে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের কালোর ও জিঞ্জিরাম নদী দ্বারা…

4 hours ago

সংস্কৃতি উপদেষ্টা ফারুকী শঙ্কামুক্ত

কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আপাতত আশঙ্কামুক্ত। তবে…

4 hours ago

৬৫০৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ মোট ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ…

4 hours ago

This website uses cookies.