স্টাফ রিপোর্টার
পটুয়াখালী সদরে দুই যুবককে কুপিয়ে মারাত্বকভাবে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত ২৫ নভেম্বর বিকালে পটুয়াখালীর মৌকরণ এলাকার কাচারীঘাটা বাজারে এঘটনা ঘটে। এঘটনায় রিয়াত শরিফ ও মনির শরিফ নামে ২ জনকে মারাত্বক জখম করে হামলাকারীরা।
মর্মান্তিকভাবে আহত রিয়াত মৌকরণ এলাকার কালাম শরীফের পুএ এবং মনির শরিফ তার বড় ভাইয়ের ছেলে আজিজ শরীফের পুত্র।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানাযায়, গত সোমবার বিকালে কাচারীঘাটা বাজারে রিয়াতের উপর পরিকল্পিতভাবে হামলা চালায় এবং এলোপাতারিভাবে কুপিয়ে তাদেরকে মারাত্বকভাবে জখম করে। এতে রিয়াতের গাল, ডান হাতের কুনর রকসহও কব্জির উপরে এবং বুকে গুরুতর রক্তাক্ত জখম করে। মাহমুদউল্লাহ রিয়াদের চিৎকার শুনে বাঁচাতে গেলে মনির হোসেনকেও কুপিয়ে গুরুতর কাটা জখম করা হয়।
তার বাড়ির মৃত হামেদ শরিফের পুত্র মোয়াজ্জেম শরীফের নেতৃতে তার ভাই নাসির, মাসুদ, ও তার বড়বোন জামাই জাফর হাওলাদার, জামুরা এলাকার আল আমিনের পুত্র আমিনুলসহ আরো ৫-৬ জন মিলে মাহমুদুল্লাহ ও মনিরকে কুপিয়ে জখম করে। এঘটনায় রিয়াতের বাবা কালাম শরীফ বাদী হয়ে পটুয়াখালী থানায় এজাহার দায়ের করেন।
এজাহার আমলে নিয়ে পুটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলাটি নথিভুক্ত করেন। যাহার নং-৩৯, তারিখ-২৬/১১/২০২৪। এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) কমল বড়াল বলেন, মামলা হয়েছে। ঘটনা সত্য। আসামীরা পলাতক রয়েছেন। দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জিয়াউর রহমান, বাংলাদেশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ১৯৩৬ সালের ১৯…
এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…
সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…
আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…
This website uses cookies.