স্টাফ রিপোর্টার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিএনপি নেতার স্ত্রীর জন্ম নিবন্ধনের সনদ দিতে দেরি হওয়ায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ও গ্রাম পুলিশের সদস্যকে মারধর করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে কামারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের এ ঘটনায় আহত হন গ্রাম পুলিশ আব্দুল গণি মিয়া (৩০)। তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় কম্পিউটার অপারেটর বেলাল হোসেনকেও মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কামারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. শওকত আলী মানিক মিয়ার স্ত্রী মোছা. নিলুফা ইয়াছমিন তার জন্মনিবন্ধন করার জন্য ইউনিয়ন পরিষদে আসেন। ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাদের মিয়া ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর বেলাল হোসেন তাকে দুপুরে আসতে বলেন।
এতে তিনি ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। গ্রাম পুলিশ আব্দুল গণি আকন্দ জানান, কিছুক্ষণ পর ওই নারী কামারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনাসহ ২০-২৫ জনকে সাথে করে নিয়ে এসে ইউনিয়ন পরিষদের সচিব ও কম্পিউটার অপারেটরকে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা তাদের ওপর চড়াও হন।
এ সময় ইউনিয়ন পরিষদে কর্তব্যরত গ্রাম পুলিশরা বাঁধা দিলে শহিদুল ইসলাম সোনার সাথে থাকা হুমায়ুন মিয়া মারধর করে নাক ফাটিয়ে দেন। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা শহিদুল ইসলাম সোনা বলেন, ‘জন্মনিবন্ধন নিতে গেলে পরিষদের সহকারি সচিব বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে। এ নিয়ে তার সঙ্গে আমার তর্কবিতর্ক হয়। আমরা চলে আসার পর হুমায়ুন মিয়া পরিষদে গিয়ে গ্রাম পুলিশকে কিলঘুষি মারে। রাজনৈতিক গ্রুপিং থাকায় এ ঘটনা নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। কামারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এ আর এম মাহফুজার রহমান জানান, এ সময় তিনি ইউনিয়ন পরিষদে ছিলেন না। খবর পেয়ে ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছেন। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজউদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্তসাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ…
পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…
জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…
শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…
উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…
ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযানে আলোচনায় আসা মো. সারোয়ার আলম নতুন দায়িত্ব পেলেন সিলেটে।…
This website uses cookies.