শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া
কক্সবাজার শহর হইতে উখিয়া উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কক্সবাজার জেলা সভাপতি মূসা বিপ্লব। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রামুর খুনিয়া পালং এলাকার রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মূসা বিপ্লব মোটরসাইকেল চালিয়ে উখিয়ায় দলীয় কার্যক্রমে অংশ নিতে যাচ্ছিলেন, এ সময় একটি মালবাহী ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার শহরের ফুয়াদ আল খতিব হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় উখিয়া উপজেলা জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা মূসা বিপ্লবের দ্রুত সুস্থতার জন্য বিশেষভাবে দোয়া কামনা করেছেন। উখিয়া উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আবুল ফজল, সেক্রেটারি মাওলানা সোলতান আহমেদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মো. আবদুর রহিম, মাওলানা সৈয়েদ মনাজের আহসান, মো. সেলিমসহ সংগঠনের বিভিন্ন নেতারা তার সুস্থতা কামনা করেছেন।
এদিকে, দুর্ঘটনার সংবাদে পুরো উখিয়া উপজেলা শোকাহত হয়ে পড়েছে। তার সহকর্মীরা এবং সংগঠনের সদস্যরা মূসা বিপ্লবের দ্রুত সুস্থতার জন্য সকলকে দোয়া করতে আহ্বান জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন যে, ইসলামি আন্দোলনের এই অভ্যন্তরীণ সংকট মোকাবিলা করে মূসা বিপ্লব আবারও সুস্থ হয়ে উঠবেন এবং শিবিরের কার্যক্রমে ফিরে আসবেন।
এ দুর্ঘটনা এলাকার স্থানীয় জনগণের মধ্যে একটি উদ্বেগজনক পরিবেশ সৃষ্টি করেছে, এবং সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
This website uses cookies.