Categories: বাণিজ্য

বেনাপোল দিয়ে ৩ দিনে ১৬৪৮ ট্রাক পণ্য ও প্রায় ১২ হাজার পাসপোর্টযাত্রী চলাচল করেছে

মনির হোসেন, বেনাপোল

ভারত ও বাংলাদেশের মধ্যে বিরজমান পরিস্থিতিতেও দেশের কয়েকটি বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি ও পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। ভারতীয় রাজনৈতিক নেতাদের আমদানি-রপ্তানি বন্ধের হুমকিতে কোন কাজ হয়নি।

বন্দর ও ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গত তিন দিনে (রবি, সোম, মঙ্গলবার) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে এক হাজার ৬৪৮ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়েছে। একই সময়ে ১১ হাজার ৭৮০ জন দেশি বিদেশী পাসপোর্টযাত্রী পারাপার হয়েছে। এর মধ্যে ভারতীয় পাসপোর্টযাত্রী পারাপার হয়েছে ৫ হাজার ৩৬৩ জন। এর মধ্যে মঙ্গলবার (৩ ডিসেম্বর) আমদানি-রপ্তানি হয়েছে ৫৯৭ ট্রাক, সোমবার ৪৪৪ ট্রাক ও রবিবার ৬০৭ ট্রাক পণ্য। বেনাপোল চেকপোস্ট দিয়ে মঙ্গলবার ভারতে পারাপার হয়েছে দুই হাজার ৪১২ জন, সোমবার তিন হাজার ৯২৪ জন ও রবিবার ৫ হাজার ৪৪৪ জন দেশি বিদেশী পাসপোর্টযাত্রী পারাপার হয়েছে। এদের মধ্যে ভারতীয় পাসপোর্টধারী যাত্রী রয়েছে বেশি। গত তিন দিনে বাংলাদেশে প্রবেশ করেছে দুই হাজার ৫১৪ জন ভারতীয় নাগরিক ও বাংলাদেশ থেকে ফেরত গেছেন দুই হাজার ৮৪৯ জন ভারতীয় নাগরিক। বুধবার সন্ধ্যা ৫টা পর্যন্ত দু‘দেশের মধ্যে ৩৮০ ট্রাক পণ্য আমদানি-রফতানি হয়েছে। আর এক হাজার ৫২০ জন যাত্রী পারাপার হয়েছে।

ওপারের পরিস্থিতি জানতে চাইলে ভারত ফেরত ঢাকার পাসপোর্ট যাত্রী আবুল কাশেম জানান, আতঙ্কের কারণে অনেক বাংলাদেশি ভারতে আছেন যারা চেকপোস্ট বন্ধের খবর শুনে দেশে ফিরছে। মার্কুইজ স্ট্রীটের একটি আবাসিক হোটেলে আমরা ছিলাম। আমাদের কোন ঝামেলা হয়নি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বেনাপোল বন্দরে আমদানি পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক চালক গনেশ রায় জানান, প্রতিদিনের ন্যায় আমরা ট্রাক নিয়ে বেনাপোল বন্দরে আসছি। আগের থেকে বর্ডার একটু কড়া। তবে মালামাল রপ্তানিতে আমাদের কোন বাধা সৃষ্টি করেনি কেউ। বেনাপোল বন্দরে বাংলাদেশি লোকজন আমাদের সাথে ভাল ব্যবহার করেছে।

বাংলাদেশি রপ্তানি পণ্য পেট্রাপোল বন্দরে খালি করে ফেরত আসা ট্রাক চালক জাহিদ হাসান জানান, তিনি স্বাভাবিক সময়ের মত পেট্রাপোল বন্দরে পণ্য খালি করে ফিরে এসেছেন। সেখানে কোন প্রতিবন্ধকতা নেই। নিরাপত্তা ব্যবস্থা একটু জোরদার করা হয়েছে। ওপারের লোকজন আমাদের সাে কোন খারাপ আচরণ করেনি।

বেনাপোল শুল্ক ভবনের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি বলেন, বুধবার সকাল থেকেই বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। বুধবার সন্ধ্যা ৫টা পর্যন্ত দু‘দেশের মধ্যে ৩৮০ ট্রাক পণ্য আমদানি-রফতানি হয়েছে। গত ৩ দিনে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে এক হাজার ৬৪৮ ট্রাক পণ্য নিয়ে দু‘দেশের বন্দরে প্রবেশ করেছে। দু‘দেশের বন্দর ব্যবহারকারীরা নির্বিঘেœ কাজ করছে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। ভারতে যাওয়া যাত্রীর চাপ একটু কম আছে। ভিসা বন্ধ থাকায় ভারতগামী যাত্রীর চাপ কমছে। গত তিন দিনে ১১ হাজার ৭৮০ জন দেশি বিদেশী পাসপোর্টযাত্রী পারাপার হয়েছে। এর মধ্যে ভারতীয় পাসপোর্টযাত্রী পারাপার হয়েছে ৫ হাজার ৩৬৩ জন। যাত্রীদের কাছ থেকে জানা গেছে দু‘পারে কোন সমস্যা হয়নি কারো।

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

2 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

8 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

8 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

8 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

8 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

10 hours ago

This website uses cookies.