স্মরণীয় জয়ে আইসিসি থেকে সুসংবাদ পেল বাংলাদেশ।

স্পের্টস ডেস্ক,

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতল বাংলাদেশ। ২০০৯ সালে গ্রেনাডা টেস্টের পর ক্যারিবীয়দের মাটিতে সাদা পোশাকে জয় পেতে সফরকারীদের অপেক্ষা করতে হয় ১৫ বছর। অবশেষে মেহেদী মিরাজের নেতৃত্বে অনেকটা তারুণ্যনির্ভর এক দল নিয়েই সেই আক্ষেপ ঘোচালো ফিল সিমন্স শিষ্যরা। এমন স্মরণীয় জয়ে আইসিসি থেকেও মিলল সুসংবাদ। গত মঙ্গলবার আইসিসির হালনাগাদকৃত সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের র‌্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের।

ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারের পর ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টে হেরে তলানীতে নেমে যায় বাংলাদেশ। কিংসটন টেস্টে ১০১ রানের বড় জয়ে আটে উঠে এসেছে সফরকারীরা। আর ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে তলানীতে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর অনেকেই টেস্ট চ্যাম্পিয়নশিপে শিরোপার দৌড়ে বাংলাদেশওকে দেখছিল। কিন্তু সময়ের সাথে বদলে যায় দৃশ্যপট। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধরাশায়ী হওয়ার কারণে এক সময়ে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে চারে থাকা বাংলাদেশ এখন আটে। ছিটকে গেছে ফাইনালের দৌড় থেকেও।

আগামী জুনে লর্ডসে অনুষ্ঠিতব্য ফাইনালের দৌড়ে সবার ওপরে অবস্থান ভারতের। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হলেও র‌্যাঙ্কিংয়ে তার প্রভাব পড়তে দেননি রোহিতরা। ঠিকই অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে তুলে নিয়েছে দারুণ এক জয়। আর এতেই ১৫ ম্যাচে ১১০ পয়েন্ট নিয়ে শীর্ষে টিম ইন্ডিয়া। পিছিয়ে নেই মাইটি অস্ট্রেলিয়াও। ১৩ ম্যাচে ৯০ পয়েন্ট বর্তমান চ্যাম্পিয়নদের। বড় দুঃসংবাদ পেয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

ক্রাইস্টচার্চ টেস্টে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে দুই দলই। কাটা গেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট। আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দলই নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার কম করেছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি ওভারের জন্য টেস্টে চ্যাম্পিয়নশিপের এক পয়েন্ট করে কাটা হবে। সেই হিসেবে তিন পয়েন্ট করে হারিয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। পয়েন্ট কাটা যাওয়ায় ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এখন কিউইরা অবস্থান করছে পাঁচ নম্বরে। কিউইদের সাফল্যের হার ৪৭.৯২ শতাংশ। ইংল্যান্ড অবস্থান করছে ৬ নম্বরে। তাদের সাফল্যের হার ৪২.৫০ শতাংশ।

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

3 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

3 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

3 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

3 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

6 hours ago

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…

6 hours ago

This website uses cookies.