Categories: বিনোদন

অস্কার দৌড়ে ইমনের বাংলা গান।

বিনোদন ডেস্ক

এই সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। একের পর এক হিট গান উপহার দিয়েছেন ভারতীয় এ শিল্পী। মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি সহজেই। পেয়েছেন জাতীয় পুরস্কারও। লোকগানের পাশাপাশি আধুনিক গান হোক কিংবা রবীন্দ্রসংগীত, সব ধরনের গানেই পারদর্শী ইমন। সফল গায়িকা হিসেবেই নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠিত করেছেন ইমন। তবে এবার ক্যারিয়ারের মুকুটে আরেকটি স্বর্ণপালক যোগ হলো এই গায়িকার।

বিনোদন অঙ্গনের শ্রেষ্ঠতম পুরস্কার অস্কারের মঞ্চে পৌঁছে গেছে ইমনের গান! ২০২৫ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ড। এই মুহূর্তে চলছে যাচাই-বাছাই। সারা বিশ্ব থেকে প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহসংগীতকে বেছে নেওয়া হয়েছে। সেখানেই রয়েছেন গায়িকা ইমন চক্রবর্তীর একটি গান। সেই অর্থে এই প্রথম কোনো বাঙালি গায়িকার গান অস্কারের দৌড়ে শামিল হয়েছে। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত চলচ্চিত্র ‘পুতুল’-এর ‘ইতি মা’ গানটিই স্থান করে নিয়েছে ওই তালিকায়। এই দৌড়ে ইমনের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা। খবরটি জানতে পেরে প্রতিক্রিয়া জানালেন ইমন।

ভারতীয় গণমাধ্যমকে এই গায়িকা জানান, ‘তিনি সকাল ১১টা নাগাদ এই খবর প্রথম পান। তখন তিনি একটি রিয়ালিটি শোয়ের সেটে, শুটিংয়ে ব্যস্ত। ইমন বলেন, ‘আমি এখনো হজম করে উঠতে পারছি না বিষয়টা। আমাকে কেউ চিমটি কাটুক। আসলে এমন পরিস্থিতিতে আমার পেটের মধ্যে কেমন গুড়গুড় করতে থাকে।’ খবর পেয়েই প্রথম সে কথা ইমন জানিয়েছেন ‘সারেগামাপা’-এর সেটের বন্ধু, সহ-বিচারকদের। তার পর তিনি খবর দিয়েছেন স্বামী নীলাঞ্জনকে। ইমন বলেন, ‘আমার বাবা একটু দেরিতে ঘুম থেকে ওঠেন, তাই তার পর বাবাকে ফোন করলাম।’ ক্যারিয়ারে ইতোমধ্যেই সব ধরনের সাফল্য ও পুরস্কার ঘরে তুলেছেন ইমন। তবে কি এবার অস্কারের পালা? এ প্রশ্নের জবাবে গায়িকা বলেন, ‘না না, এত প্রত্যাশা আমি রাখি না।’

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন

জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…

38 minutes ago

গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তুতি

ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…

48 minutes ago

না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…

50 minutes ago

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…

53 minutes ago

রোহিঙ্গা সংকট সমাধানে চার আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা

মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…

56 minutes ago

বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…

59 minutes ago

This website uses cookies.