সদরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

সদরপুর প্রতিনিধি

ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদেও (ইউপি) চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সুত্র আরো জানায়, বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ইউনিয়নের বাড়ইর হাট বাজারে ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামানের প্রাইভেট কারের চালক জিন্নাহ-কে মারপিট করে আহত কওে সাবেক চেয়ারম্যান বিল্লাল ফকিরের সমর্থকরা। এর জের ধরে দুপুর আড়াইটার দিকে আক্তারুজ্জামানের সমর্থকরা কৃষ্ণপুর বাজারের তরকারি হাট ও গরু হাট এলাকায় বিল্লালের সমর্থকদের উপর হামলা চালায়। এসময় বাজারের ওই দুই অংশের দোকানপাট বন্ধ হয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালেও সংঘর্ষের এক পর্যায়ে বেশ কয়েকটি গুলির শব্দও শোনা যায়। খবর পেয়ে সদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, আহতদের মধ্যে দুজনকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকাবাসী জানায়, পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ৭.৯২ এম এম গুলির দুটি খোসা এবং একটি না ফোটা গুলি জব্দ করেছে। কৃষ্ণপুরের ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বলেন, আমার গাড়ির চালক জিন্নাহ কে বিল্লাল ফকিরের লোকজন পিটিয়ে আহত করে। ‘বিল্লাল ফকির সম্ভবত আমাকে বেইজ্জতি করার জন্য আমার গাড়ির চালককে পিটিয়ে আহত করেছে’ মন্তব্য করে আক্তারুজ্জামান বলেন, কেননা গত ৫ আগস্টের পরে এ এলাকায় দুই পক্ষের মধ্যে মারধোরের কোন ঘটনা ঘটেনি। তিনি বলেন, এরপর দুপুরে কৃষ্ণপুর বাজারের যাত্রাবাড়ী অংশে বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক সংঘর্ষে একজন ধারাল অস্ত্রের আঘাতে আহত হয়েছে। বিল্লাল ফকির বলেন, কারা জিন্নাকে মেরেছে কিংবা পরবর্তিতে কৃষ্ণপুর বাজারে কি ঘটেছে সে বিষয়ে তার কিছু জানা নেই। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনা ঘটে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষ সদরপুর থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে তাদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

2 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

2 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

2 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

2 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

4 hours ago

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…

4 hours ago

This website uses cookies.