Categories: সারাদেশ

পত্রিকা পড়ার নেশা থেকেই পেশা হিসেবে নিয়েছেন ভাঙ্গুড়ার দুলাল চন্দ্র দাস

মো. মেহেদি হাসান, ভাঙ্গুড়া

পত্রিকা পড়ার খুব নেশা বাল্যকাল থেকেই । দরিদ্র পরিবারের সন্তান তাই বাল্যকাল থেকেই দারিদ্রতার কষাঘাতে বড় হয়েছেন। পড়ালেখা মাধ্যমিকের গণ্ডি পার করতে পারেননি আর্থিক কষ্টে। আট ভাই বোনের মধ্যে তিনি পিতা মাতার তৃতীয় সন্তান। তাই অনেক ক্ষেত্রেই সংসারের দায়ে ভার তার কাঁধে এসেই চেপে বসেছিল। কিন্তু পত্রিকা পড়া থেকে তাকে সরাতে পারেনি। বলছিলাম পাবনার ভাঙ্গুড়া বাজারের পত্রিকায় এজেন্ট দুলাল চন্দ্র দাসের কথা। পত্রিকা পড়ার নেশা থেকে পেশায় হিসেবে বেছে নিয়েছেন পত্রিকা এজেন্ট দুলাল চন্দ্র দাস। আজ থেকে ৪৫ বছর পর এই নেশা তাকে পেয়ে বসে। এখনো তিনি পেপার বিক্রির ফাঁকেই মনোযোগ সহকারে পত্রিকা পড়েন। বাকি জীবনটা পত্রিকার সঙ্গেই কাটাতে চান তিনি একান্ত আলাপচারিতায় এমন তথ্যই জানিয়েছেন। আর ৩৮ বছর ধরে তিনি পত্রিকা বিক্রির পেশা হিসেবে গ্রহণ করে চলেছেন।

একান্ত আলাপচারিতায় জানা গেছে, দুলাল চন্দ্র দাস। বর্তমানে বয়স ৬৪। পাঁচ ভাই তিন বোনের মধ্যে তিনি তার পিতা মাতার তৃতীয় সন্তান। বাবা ননি গোপাল দাস ভাঙ্গুড়া বাজারের স্থায়ী বাসিন্দা। পড়াশোনার জন্য প্রাথমিকের গণ্ডি পার করিয়ে মাধ্যমিকে ভর্তি হন তিনি। পড়াশোনার অদম্য ইচ্ছা থাকা সত্ত্বেও বাবার আর্থিক কষ্টে ও সাংসারিক সচ্ছলতার অভাবে পড়াশোনা বেশি দূর এগিয়ে নিতে পারেননি। ফলে মাধ্যমিকের গণ্ডি পার হতে না হতেই সংসারের প্রতি দায়িত্ব চলে আসে। যার কারণে পড়াশোনা আর তেমন হয়নি। কিন্তু মাধ্যমিকে পড়াশোনার সময় পেপার পত্রিকার পড়ার প্রতি তার নেশা তৈরি হয়। এক সময় তিনি বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে পেপারের দোকানে গিয়ে ঘন্টারপর ঘন্টাবসে থেকে খবরের কাগজ পড়তেন।

এজন্য তিনি বাড়ি থেকে বেশ কয়েকবার বকাও খেয়েছেন। বাবার বকুনি খেও তিনি তার পেপার পড়ার নেশা ছাড়তে পারেন নি। পরবর্তীতে এই নেশাই তাকে পত্রিকা বিক্রির পথে নিয়ে আসেন। পরবর্তীতে তিনি ভাঙ্গুড়া বাজারের পত্রিকা এজেন্ট নামে খ্যাত। তবে এখনো তিনি সুযোগ পেলেই ঘন্টারপর ঘণ্টা তার দোকানে বসে খবরের কাগজ পড়ে থাকেন। দোকানে কেউ নতুন এলেও তাকে সবিনয় বসতে দিয়ে খবরের কাগজ পড়তে দেন। এভাবে তিনি ৩৮ বছর ধরে খবরের কাগজের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে আছেন। কাক ডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যার পর পর্যন্ত তিনি ঢাকা থেকে বিভিন্ন গাড়ি যোগে আসা জাতীয় দৈনিক পেপার গ্রহণ করে ওই দোকানেই বসে থাকেন এবং পেপার বিক্রি করেন মাঝে মাঝে তিনি নিজেই বসে পেপার পড়েন।

তিনি জানান, বর্তমানে দেশের শীর্ষস্থানীয় জাতীয় বিভিন্ন ধরনের জাতীয় পত্রিকার ২৫ রকমের কয়েকশত পেপার তার অফিসে নিয়মিত এনে থাকেন। কোন কোন দিন সকল পত্রিকা গুলি তার বিক্রি হয়ে যায়। আবার কোন কোনোদিন কিছু পেপার অবশিষ্ট থেকে যায়। এক্ষেত্রে তার নেই কোনো দুঃখ। কারণ ব্যবসা করলে লাভ লস দুই স্বীকার করতে হবে। তবে সুখের বিষয় হল, পত্রিকা বিক্রির সুবাদে তিনি সমাজের শিক্ষিত ও সুশীল সমাজের মানুষের সঙ্গে পরিচিতি লাভ করতে পেরে তিনি ধন্য। আগামী দিনগুলিতেও তিনি এই পেশাকে শ্রদ্ধার সাথে আঁকড়ে ধরে রাখতে চান।
মোঃ মেহেদি হাসান

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটি গঠিত

কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটি গঠিত হয়েছে। ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে অধ্যাপক শফিকুল…

2 hours ago

এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নোটিশ

অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ…

4 hours ago

বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক

পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…

6 hours ago

দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ

জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…

6 hours ago

সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…

6 hours ago

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…

6 hours ago

This website uses cookies.