Categories: বিনোদন

আমি মিডিয়া ছেড়েছি, মিডিয়া আমাকে ছাড়ছে না: মিতু

বিনোদন ডেস্ক

মুখরোচক খবর নিয়ে চরম ক্ষুব্ধ ঢালিউড অভিনেত্রী জাহারা মিতু। সদ্যসাবেক হেভিওয়েট মন্ত্রী ও দুই ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন বিষয়ে ছড়িয়ে পড়া সেসব খবর তার স্বাভাবিক জীবন এলোমেলো করে দিয়েছে। সেসব প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে মিতু জানান, তিনি মিডিয়া ছেড়ে দিয়েছেন। সাধারণ ডায়েরি করেছেন থানায়।

সম্প্রতি বেশ কয়েকটি অনলাইন পোর্টাল তাকে নিয়ে ‘ভুয়া’ নিউজ প্রকাশ করেছে, দাবি জাহারা মিতুর। তিনি বলেন, ‘আমি মিডিয়া ছেড়ে দিয়েছি। কিন্তু মিডিয়া আমাকে ছাড়ছে না। কেন ভাই? আমি তো কারো ক্ষতি করিনি! তাহলে আমাকে নিয়ে এসব ‘ভুয়া’ নিউজ হবে কেন? আমার সঙ্গে মন্ত্রীর সম্পর্ক থাকলে কিছু না কিছু তো ফাঁস হতো, স্ক্রিনশট, নয়তো কলরেকর্ড! কোথায় সেসব?’

যোগাযোগ করলে শুরুতে কথা বলতে চাননি জাহারা মিতু। মিডিয়া কেন ছেড়েছেন? জানতে চাইলে জাগো নিউজকে মিতু বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে মিডিয়ায় এসেছিলাম। কিন্তু যত স্বপ্ন দেখিয়ে একটা ছবি শুরু করে, পরে তার কিছুই হয় না। প্রথম স্বপ্নভঙ্গ হয় শুটিং করতে গিয়ে। তারপর মুক্তির আগে যা বলে, তার কোনো কিছুই থাকে না সিনেমায়। তাহলে মানুষ কেন আসবে সিনেমা দেখতে! এসব কারণে ছেড়ে দিয়েছি। নতুন আর কোনো কাজে যুক্ত হচ্ছি না।’

যে খবরটি ছড়িয়েছে, তার সত্যতা জানতে চাইলে মিতু বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমাকে নিয়ে সামাজিক মাধ্যমে গুজব রটানো হচ্ছে, যার শুরুটা সাবেক একজন মন্ত্রীকে ঘিরে। তিনি ছিলেন দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন। একটি গণমাধ্যম দাবি করল, আমি নাকি মন্ত্রীপাড়ায় গিয়ে তাকে ঘুম পাড়িয়ে আসি। এটা কি সম্ভব? (… হাসি) প্রেমের গুঞ্জন হলেও লোকে বিশ্বাস করতো, এসব তো কেউ বিশ্বাস করবে না। এমন মিথ্যা রটানোর তো কোনো মানে নেই। তার সঙ্গে কোনো সম্পর্ক থাকলে আমাকে ছেড়ে দিতো মনে করেন?’

আরও পড়ুন

ভারতের সিনেমা থেকে সরে এলেন তাসনিয়া ফারিণ

খবর যদি মিথ্যা হয়, এর বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নিয়েছেন? মিতু বলেন, ‘তিনদিন আগেই উত্তরা পশ্চিম থানায় জিডি করেছি। আমার ভক্তরাও বুঝতে পারছেন, এসব ভুয়া নিউজ।’ ক্রিকেটারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে মিতু বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরু ক্রিকেট উপস্থাপনা দিয়ে। সেদিক থেকে অনেক ক্রিকেটারের সঙ্গেই পরিচয় ও বন্ধুত্ব আছে। তাই বলে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকতে হবে কেন?’

ক্রিকেটার তৌহিদ হৃদয় ও শান্তর সঙ্গেও কি বন্ধুত্ব আছে? এমন প্রশ্নে মিতু বলেন, ‘আছে। সে আমার ফেসবুক ফ্রেন্ড, ছোট ভাইয়ের মতো। তাই বলে প্রেম বা অন্য সম্পর্ক নেই। প্রেম করতে হলে অনেক কিছু ভাবতে হবে, আমি তো হৃদয়কে নিয়ে কখনও সেরকম কিছু ভাবতেই পারিনি। তবে এখন আরেক মধুর সংকটে পড়েছি। অনেকেই প্রেম করতে চাইছে।’

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু হয় মিতুর। তবে তারও আগে উপস্থাপক হিসেবে বেশ পরিচিতি ছিল জাহারা মিতুর। ২০১৯ সালে ‘আগুন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে তার অভিষেক হয়। তার প্রথম সিনেমা ‘জয় বাংলা’ ২০২২ সালে মুক্তি পায়। এরই মধ্যে শাকিব খানের সঙ্গে ‘আগুন’ সিনেমার কাজও শেষ করেছেন তিনি।

প্রলয় ডেস্ক

Recent Posts

মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন

জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…

40 minutes ago

গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তুতি

ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…

50 minutes ago

না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…

52 minutes ago

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…

54 minutes ago

রোহিঙ্গা সংকট সমাধানে চার আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা

মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…

58 minutes ago

বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…

1 hour ago

This website uses cookies.