দেলপিয়ার হোসেন, মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর পল্লী বিদ্যুৎ সংলগ্ন মোক্তারুল ইসলাম ভোদল (২৬) নামে এক যুবকের জবাই করা ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। হত্যাকারীরা ভোদলের একটি ব্যবহৃত পালসার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এটি ছিনতাইয়ের জন্য হত্যা না অন্য কোন কারণ আছে তা নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১ ঘটিকার সময় ঢাকা রংপুর মহাসড়কের বলদিপুকুর পল্লী বিদ্যুৎ সংলগ্ন অভিরাম নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভোদল নিখোঁজ রয়েছে এমন একটি জিডি করে বাড়ি ফেরার পথে টর্চ লাইটের আলোতে ভোদলের জবাই করা মরদেহ দেখতে পান পরিবারের লোকজন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলার ০৩নং পায়রাবন্দ ইউনিয়নের অভিরামপুর নুরপুর গ্রামের ভ্যান চালক রফিকুল ইসলামের পুত্র মোক্তারুল ইসলাম ভোদল, নিখোঁজের পূর্বে সোমবার সন্ধ্যায় বলদিপুকুর বাসস্ট্যান্ডে তার সহপাঠীদের জায়গীর বাসস্ট্যান্ডে যাওয়ার কথা বলে তার ব্যবহৃত পালসার মোটর সাইকেলটি নিয়ে চলে যায়। পরে তার পরিবারের লোকজন একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে খোঁজাখুঁজি শুরু করে এবং শেষে তার ব্যবহৃত নাম্বার খোলা থাকার পরেও ফোন রিসিভ না করায় মিঠাপুকুর থানায় একটি নিখোঁজ জিডি করেন।
নিখোঁজ জিডি করে বাড়ি ফেরার পথে জনৈক এক ব্যক্তি জানান, ভোদল রাত আনুমানিক সাড়ে আটটার সময় জায়গীর বাসস্ট্যান্ড থেকে বলদিপুকুর বাসস্ট্যান্ডের দিকে রওয়ানা দিয়ে ছিলেন। পরিবারের লোকজন সহ স্বজনরা উদ্বিগ্ন হয়ে দূর্ঘটনার আশংকায় বাড়ি ফেরার পথে রাস্তার দুপাশে টর্চ লাইটের আলো দিয়ে খোঁজ চালাচ্ছিলেন। একসময় বলদিপুকুর পল্লী বিদ্যুৎ সংলগ্ন তারা আসলে টর্চ লাইটের আলোতে দেখা যায়, ভোদল রাস্তার পাশে পড়ে আছে এবং ভোদলকে জবাই করে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে এবং তার ব্যবহৃত মোটর সাইকেলটি হত্যাকারীরা ছিনতাই করে নিয়ে গিয়েছে। তার দুটি মুঠোফোন তার লাশের পাশেই সচল ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির দাবি, ভোদল এলাকার একজন চিহ্নিত সুদ কারবারি। তার সুদের ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছে বহু মানুষ। অনেকের দাবি, সুদের টাকা নিয়ে কোনো ঝামেলা থেকে হয়তোবা এই নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। এমনকি অনেকের ধারণা, তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহ এখানে ফেলে মোটর সাইকেল নিয়ে গিয়েছে হত্যাকারীরা।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, মধ্যরাতে মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মিঠাপুকুর থানায় নিয়ে আসা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতার এবং হত্যার কারন সম্পর্কে অনুসন্ধান চলছে। এদিকে মিঠাপুকুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় একের পর এক নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। #
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
This website uses cookies.